অভদ্রতা যখন ট্রেন্ড: ভারতীয় ক্রিকেটারদের আউট করলেই অবমাননার শিকার বিদেশি বোলাররা

0
99

খাস খবর ডেস্ক: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খেলা চলছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিসন। জেমিসনের দুর্ধর্ষ বোলিংয়ে দিশেহারা হয়ে যায় বিরাটরা। ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই পেসার কাইল জেমিসন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (১৩২ বলে ৪৪ রান) আউট করে ধাক্কা দেয় ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিউয়ি পেসার কাইল জেমিসন ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। আর তাতেই কিছু জনের চোখে যেন এক প্রকার অপরাধ করে বসেন কাইল জেমিসন।

কয়েকজন ভারতীয় ক্রিকেটের ফ্যান জেমিসনের সোশ্যাল মিডিয়ার পোস্টে গিয়ে তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে। শুধু জেমিসন নয় অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করা হয় কিউয়ি পেসারের মা ও পরিবার তুলেও। ভারতীয় সমর্থকদের থেকে এই রকম কুৎসিত আচরণ নিঃসন্দেহে লজ্জাজনক। কয়েকজন আবার অশালীন ভাষা ব্যবহার করেন এবং আরসিবির সঙ্গে জেমিসনের আইপিএল চুক্তি সমাপ্ত করার জন্যও বলেছেন।

- Advertisement -

May be an image of text that says 'aditya07975 Teri maiya ki bur me ghode ka lund 1d Reply View 1 reply reply 1d 07975 Teri maa chod denge Reply View 6 replies aditya07975 07975 Teri maa ki bhosda 1d Reply View 1 reply aditya07975 Maiya ki bur fad dunga teri 1d Reply View 1 reply aditya07975 07975 Gand me danda kr dunga teri 1d'

May be an image of text that says 'rawbin_oothapa Abbe jhaatu Madarchod burj khalifa Madarchod tni aukat ki rohit aur kohli dono ko ek saath out karta hai abbe teri height jitna tubelight teri gand mai ghusa dege bc saram nahi aati lode 2h 3 likes Reply View 8 replies feat_prashant_xd_ TERY MAAA KI CHUT MADHRXHOD PACE BOWLER KI JHAANT 1d Reply'

উল্লেখ্য, কাইল জেমিসন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে খেলেন। যে দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ফ্যানদের এই ধরণের আচরণ আগেও দেখা গিয়েছে। আইপিএল এর সময় চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচেও মহেন্দ্র সিংহ ধোনিকে দিল্লির পেসার আবেশ খান আউট করেছিলেন। তখনও কয়েকজন ধোনি ও চেন্নাই দলের ভক্তরা তরুণ পেসার আবেশ খানের ইনস্টাগ্রামে গিয়ে অশ্লীল মন্তব্য করেন। এ যেন এক নয়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আর এই অভদ্রতার ট্রেন্ডে ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জার।