BCCI -র কাছে বিপুল অর্থ বকেয়া Byju’s -র

0
31

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের জার্সির স্পনসর বাইজুস। বিসিসিআইয়ের (BCCI) বিরুদ্ধে এবার বড়সড় অভিযোগ আনল বাইজুস। বিসিসিআইয়ের কাছে ৮৬.২১ কোটি টাকা পাওনা রয়েছে। ‘টাইটেল’ স্পনসর Paytm বোর্ডকে তার অধিকার তৃতীয় পক্ষের কাছে দেওয়ার জন্য অনুরোধ করেছে।

এপ্রিলেই শিক্ষার অ্যাপের কোম্পানি বাইজুস এবং বিসিসিআই ১০ শতাংশ বৃদ্ধি সহ ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত তাদের পার্টনারশিপ প্রসারিত করতে সম্মত হয়েছিল। বৃহস্পতিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্র বৈঠকের পরে পিটিআইকে জানিয়েছে, “এখনও পর্যন্ত বাইজুসের বোর্ডের কাছে ৮৬.২১ কোটি টাকা পাওনা রয়েছে। মাস্টারকার্ডের জন্য অনুরোধ করা হয়েছে।”

- Advertisement -

আরও পড়ুন: প্রয়াত জার্মান কিংবদন্তি ফুটবলার Uwe Seeler

Paytm এবং বিসিসিআইয়ের মধ্যে বর্তমান চুক্তিটি সেপ্টেম্বর ২০১৮ থেকে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত। “পেটিএম বিসিসিআইকে অন্য একটি কোম্পানির কাছে স্পনসরশিপ হস্তান্তর করার জন্য অনুরোধ করেছে এবং বোর্ড এই বিষয় খতিয়ে দেখছে”, জানিয়েছেন এক কর্তা৷ বিসিসিআই এই বিষয়ে চাপে পড়ে কিনা সেই নিয়েই উদ্বিগ্ন ভারতীয় সমর্থকরা।