IPL Media Rights : সরে দাড়াল Amazon, মুকেশ অম্বানির প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে

0
101
IPL Media Rights : Amazon out of the race for media rights Competition high for Mukesh Ambani

স্পোর্টস ডেস্ক: আগামী ১২ জুন থেকে আইপিএল মিডিয়া রাইটসের (IPL Media Rights) নিলাম শুরু হবে। এর আগে একটি বড় খবর এসেছে যে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের সংস্থা অ্যামাজন মিডিয়া অধিকারের জন্য বিডের দৌড় থেকে সরে দাড়িয়েছেন। বিসিসিআই ২০২৩ থেকে ২০২৭ মরশুমের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করবে। অ্যামাজনের সরে যাওয়ার ফলের মুকেশ আম্বানির রিলায়েন্স (ভায়াকম), ডিজনি, জি, টাইমস ইন্টারনেট, সুপারস্পোর্ট, ফান এশিয়া এবং সনি গ্রুপের মধ্যে জোর প্রতিযোগিতা চলবে।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যামাজনের প্রত্যাহার করার সিদ্ধান্তের পিছনে অ্যান্ডি জেসি রয়েছে। জেসি আমাজনের ই-রিটেল এবং কন্টেন্ট গ্রুপের সিইও। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং সংস্থাটি বিসিসিআইকে বিষয়টি জানায়। মজার বিষয় হল, অ্যামাজন ২০১৭ সালেও আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিড থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। স্টার ইন্ডিয়া ২০১৭ সালে ২০২২ সাল পর্যন্ত ১৬,৩৪৭.৫০ কোটি টাকা দিয়ে মিডিয়া স্বত্ব কিনেছিল। তারা সনি পিকচার্সকে হারিয়ে তখন মিডিয়া রাইটস জিতে নেয়।

- Advertisement -

আরও পড়ুন: IND vs SA : কটকে টিকিটের জন্য মহিলাদের হাতাহাতি, পুলিশের লাঠিচার্জ

এই চুক্তির পরে একটি আইপিএল ম্যাচের খরচ প্রায় ৫৫ কোটি টাকা হয়ে গিয়েছে। ২০০৮ সালে Sony Pictures Networks ৮,২০০ কোটি টাকা বিড করে ১০ বছরের জন্য মিডিয়া রাইটস (IPL Media Rights) জিতেছিল। ২০১৫ সালে ৩০২.২ কোটি টাকায় নোভি ডিজিটালকে তিন বছরের জন্য আইপিএল -এর বিশ্বব্যাপী ডিজিটাল অধিকার দেওয়া হয়েছিল। এই বছর টুর্নামেন্ট আটটি দল থেকে দশটি দলে বিস্তৃত করা হয়েছিল। গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস নয়া দল হিসেবে যুক্ত হয়েছে। গুজরাট তাদের প্রথম মরশুমেই ট্রফি জিতেছিল।