IPL 2022: আবারও আরসিবি শিবিরে ফিরতে চলেছেন এবিডি

0
273

খাস খবর ডেস্ক: লিগ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। সব ধরনের ক্রিকেটের ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২২ সালের আইপিএলে খেলবেন না তিনি। তবে শীঘ্রই আরসিবি শিবিরে নতুন চরিত্রে দেখা যেতে পারে এবিডিকে। আরসিবির হেড কোচ সঞ্জয় বাঙ্গার তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

আইপিএল এর পরবর্তী মরশুম অর্থাৎ ২০২২ সাল এমনিতেই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এবারে ৮ টির পরিবর্তে ১০টি দল খেলতে দেখা যাবে। লখনউ এবং আহমেদাবাদের দুটি নতুন দল যোগ দেবে। ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় আরসিবির হেড কোচ সঞ্জয় বাঙ্গার বলেছিলেন যে, এবি ডি ভিলিয়ার্সের মতো একজন খেলোয়াড়কে যদি ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়, তবে তা যে কোনও খেলোয়াড়ের জন্য ভাল হবে। তার ভালো অভিজ্ঞতা আছে। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

- Advertisement -

আরও পড়ুন: ১১০ বছর বয়সে প্রয়াত বিশ্বের প্রবীণ ক্রিকেটার

বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স -এর হয়ে বছরের পর বছর খেলেছেন। এবার আইপিএলেও খেলতে দেখা যাবে না এবিডিকে। অবসর নেওয়ার পর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গোটা দল এবং বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাটিং কোচ হলে কোহলিকে টিপস দিতে দেখা যাবে এবিডিকে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট চলাকালীন সঞ্জয় বাঙ্গার এবং আকাশ চোপড়া দুজনেই একসঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মাঝেই দক্ষিণ আফ্রিকা সফর, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আকাশ বলেছিলেন যে ভারতীয় দলে যখন রাহুল দ্রাবিড়ের মতো দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে, তখন দলের জন্য ব্যাটিং কোচের কী দরকার। দ্রাবিড় বর্তমানে টিম ইন্ডিয়ার হেড কোচ, এবং বিক্রম রাঠোর ব্যাটিং কোচ। এই বিষয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন যে, হেড কোচকে ব্যাটিং ছাড়াও বোলিং এবং দলের কৌশল তৈরি করতে হবে। তাই তার হাতে বেশি সময় নেই। এ কারণে ব্যাটিং কোচ বিশেষ করে খেলোয়াড়দের ত্রুটি নিয়ে কাজ করেন।