INDW vs ENGW: ওয়ানডে অভিষেক করে রেকর্ড শেফালি বর্মার, ম্যাচে কষ্ট করে ২০০ রান তুলল ভারত

0
19

খাস খবর ডেস্ক: রবিবার ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচে শেফালি বর্মা ভারতের হয়ে অভিষেক করলেন। ওয়ানডে ক্রিকেটে অভিষেক করে ইতিহাস গড়লেন শেফালি। ভারতের এই তরুণী তিনটি আন্তর্জাতিক ফরম্যাটে ভারতের হয়ে অভিষেক করা সর্বকনিষ্ঠা ক্রিকেটার হয়ে উঠেছে। যদিও এই ম্যাচে খুব একটা ভালো ব্যাটিং করতে পারলেন না শেফালি। মাত্র ১৫ রান করেই আউট হলেন।

হরিয়ানার বাসিন্দা শেফালি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে অভিষেকের সময় বয়স ১৭ বছর ১৫০ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেকের তালিকায় শেফালি পাঁচ নম্বরে রয়েছেন। আফগানিস্তানের মুজিব উর রহমান এই তালিকার শীর্ষে রয়েছেন। মুজিব ১৭ বছর ৭৮ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্ম্যাটে অভিষেক করেছিলেন। এর পরে ইংল্যান্ডের সারা টেলর (১৭ বছর এবং ৮৬ দিন), অস্ট্রেলিয়ার এলিসি পেরি (১৭ বছর এবং ১০৪ দিন) এবং পাকিস্তানের মহম্মদ আমির (১৭ বছর এবং ১০৮ দিন) রয়েছেন।

- Advertisement -

আরও পড়ুন: শীঘ্রই আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের সূচী ঘোষণা করবে বিসিসিআই

গত সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছে শেফালি বর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে ম্যাচে তিনি দুই ইনিংসে যথাক্রমে ৯৬ ও ৬৩ রান করেছিলেন। অভিষেক টেস্টে দু’টি অর্ধশতক হাঁকানো তিনি সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়েছেন। এই টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। শেফালি তার টি- ২০ অভিষেক করেছেন সেপ্টেম্বর ২০১৯ সালে। তিনি এখনও পর্যন্ত তিনটি অর্ধ শতকের সাহায্যে ২২ টি টি- ২০ আন্তর্জাতিক ম্যাচে ৬১৭ রান করেছেন।