IND vs SL: জন্মদিনেই ওয়ানডে অভিষেক ইশান কিষাণের, নাম লেখালেন বিশেষ তালিকায়

0
54
IND vs SL: Ishan Kishan made his ODI debut on his birthday

খাস খবর ডেস্ক: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলছে। এই ম্যাচে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক করলেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিষাণের আজ জন্মদিন। টিম ম্যানেজমেন্ট তার জন্মদিনে যেন ওয়ানডে অভিষেকের মাধ্যমে তাকে এই দুর্দান্ত উপহার দিয়েছে। জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন ইশান কিষাণ।

সূর্যকুমার যাদব ও ইশান কিষাণ এই বছরের ১৪ মার্চ টি- ২০ আন্তর্জাতিক ক্রিকেটেও ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। ইশান কিষাণের আগে নিজের জন্মদিনে অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটার ছিলেন গুরশরণ সিং। ১৯৯০ সালের ৮ মার্চ হ্যামিল্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি প্রথম ওয়ানডে খেলেছিলেন। ১৯৬৩ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করা গুরশরান এই ম্যাচে চার রান করেছিলেন এবং তার পরে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

- Advertisement -

আরও পড়ুন: টোকিও অলিম্পিকে করোনা আতঙ্ক, আশ্বাস দিচ্ছেন আইওসি প্রেসিডেন্ট

আরও পড়ুন: IND vs SL: লক্ষ্য টি- ২০ বিশ্বকাপ, বিশেষ খেলোয়াড়দের দিকে নজর রাখবেন বিরাট-শাস্ত্রী

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে সূর্যকুমার অভিষেক করেছেন। ম্যাচের কথা বললে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করবেন পৃথ্বী শ। খাতায় কলমে দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ ভারতের কাছে সহজ তা বলাই যায়। সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে শিখর ধাওয়ান ভারতীয় দলের নেতৃত্বে দেবেন। এই সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা। টি- ২০ বিশ্বকাপের আগে এটাই সুযোগ তরুণ খেলোয়াড়দের নিজেদের যোগ্যতা প্রমাণের।