“ওর জন্যই আমি বাংলা ছাড়ছি”, বোরিয়াকে নিয়ে বিস্ফোরক ইঙ্গিত ঋদ্ধির

0
20
I'm leaving Bengal becuase of him Wriddhi's explosive hint about Boria Majumder

স্পোর্টস ডেস্ক: ঋদ্ধিমান সাহা বনাম সাংবাদিক বোরিয়া মজুমদার, বেশ কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে এই বিষয় নিয়ে চর্চা হয়েছিল। এই ঘটনায় বিসিসিআইয়ের তরফে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের নির্বাসন দেওয়া হয়েছে‌। অন্যদিকে আবারও মুখ খুললেন ঋদ্বিমান সাহা। তিনি আবারও আক্রমণ করলেন বোরিয়া মজুমদারকে। ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান জানালেন, বোরিয়া এর আগেও এরকম করেছেন অনেক খেলোয়াড়ের সঙ্গে, কিন্তু কেউই মুখ খোলেননি।

ঋদ্ধি কথায়, “এখন আমার আর বাংলা থেকে কিছুই পাওয়ার নেই। তবে ওকে আক্রমণ করা কিংবা ওর কেরিয়ার শেষ করা আমার লক্ষ ছিল না, থাকবেও না। আমার প্রচণ্ড খারাপ লাগে কিভাবে একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির ক্ষতি করতে পারে। আজকে কিছুটা হলেও ওর জন্যই আমি বাংলা ছাড়ছি। আমি নিজে প্রচণ্ডভাবে কষ্টে আছি যে বাংলা ছাড়তে হচ্ছে আমাকে।”

- Advertisement -

আরও পড়ুন: শাস্তি এড়াতে কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা প্রাক্তন বার্সা ফুটবলারের

এরপ্র কিছুটা অভিমানের সুরেই ঋদ্ধিমান সাহা আরও জানান, বোরিয়া মজুমদার একজন বিখ্যাত সাংবাদিক। কি লাভ হল আমার সঙ্গে এরকম করে। আমার কথা এক সময়ে কেউ শোনেনি। তাই আমি বাংলা ছাড়লাম।” বোরিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল গুরুতর। ঋদ্ধিমান সাহা সাক্ষাৎকার দিতে না চাইলে তাঁকে হুমকি দেন এই ক্রিকেট বিশ্লেষক তথা সাংবাদিক। অনলাইনে হওয়া সেই চ্যাটের স্ক্রিনশট ঋদ্ধি সামনে আনতেই জলঘোলা শুরু।

আরও পড়ুন: মিতালির পর অবসর নিলেন বাংলার এই মহিলা ক্রিকেটার

অন্যদিকে ঋদ্ধির (Wriddhiman Saha) দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস। এরপরই ক্ষুদ্ধ ঋদ্ধি বাংলা দল ছাড়ার কথা বলেছিলেন। ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে আর খেলতে চান না। এবার ত্রিপুরার হয়ে খেলতে পারেন ঋদ্ধি। ‘প্লেয়ার কাম মেন্টর’ -এর ভূমিকায় দেখা যেতে পারে তাকে। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। ত্রিপুরা দলে প্লেয়ার কাম মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে ঋদ্ধিকে। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।