ভাইরাল ভিডিও: বর্ণবিদ্বেষী মন্তব্য করে প্রশ্নের মুখে গ্রিজম্যান-ডেম্বেলে

0
21

খাস খবর ডেস্ক: বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষ একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বর্ণবিদ্বেষের তীব্র বিরোধিতা হয় দেশের অনেক জায়গায়। তবে ক্রীড়াজগতও এই বর্ণবিদ্বেষের ছায়া থেকে মুক্ত নয়। সম্প্রতি বর্ণবিদ্বেষের বিতর্ক উঠেছে ফরাসি ফুটবলে। ফ্রান্সের জাতীয় দল ও বার্সেলোনার দুই তারকা ফুটবলার উসমান ডেম্বেলে ও আঁতোয়া গ্রিজম্যানের দিকে আঙুল উঠেছে বর্ণবিদ্বেষ ইস্যুতে। এই দুইজন ফুটবলারকে এশীয় কৃষ্ণকায় ব্যক্তিদের উদ্দেশ্যে বৈষম্যমূলক মন্তব্য করতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনরা এই ধরণের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। নিজেদের হোটেল রুমে এশীয় টেকনিশিয়ানদের উদ্দেশ্যে এই ধরণের মন্তব্য করতে দেখা যায় ডেম্বেলে ও গ্রিজম্যানকে। স্ন্যাপচ্যাটে এই ভিডিও করছিলেন উসমান ডেম্বেলে। এরপর ডেম্বেলে ও গ্রিজম্যান ওই টেকশিয়ানদের নিয়ে ফরাসি ভাষায় কথা বলছিলেন। যদিও এই ভিডিও কবে পোস্ট করা হয়েছে তা এখনও জানা যায়নি।

- Advertisement -

আরও পড়ুন: ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে লিয়েন্ডার-মহেশ জুটিকে

ভিডিও তে স্পষ্ট শোনা গিয়েছে ডেম্বেলে বলছেন, “এই সকল কুৎসিত লোকজনকে দেখতে হচ্ছে, যাতে তুমি পেস খেলতে পারো। তোমার লজ্জা করে না।” গ্রিজম্যান কি বলছেন তা ভিডিও তে অস্পষ্ট। এরপর ডেম্বেলে আবার বলেন, “কি ধরণের অসভ্য ভাষা এগুলি। তুমি কি তোমার দেশে প্রযুক্তিগত দিক থেকে উন্নত নও নাকি?” আর এই ভিডিও ঘিরেই ফুটবলপ্রেমীরা ক্ষুদ্ধ হয়েছে এই দুই জনের প্রতি। ফরাসি ফুটবল ও বার্সেলোনা কিছু ব্যবস্থা নেয় কিনা এখন সেটাই দেখার।