ইস্টবেঙ্গলে থেকে ধৈর্য্য হারাচ্ছেন ব্রাইট, হাতে রয়েছে দুই আইএসএল ক্লাবের অফার

0
656

কলকাতা: ইস্টবেঙ্গল শিবিরে ক্লাব-ইনভেস্টর তরজায় যেন সকলকেই ভুগতে হচ্ছে। ক্লাবের এই কঠিন পরিস্থিতিতে কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। আশাহত হচ্ছেন লাল-হলুদ সমর্থকরা, একই সঙ্গে হতাশ দলের ফুটবলাররাও। ভীষণ বিরক্ত হয়ে পড়ছেন লাল-হলুদের দলে থাকা ফুটবলাররা। তাদের মধ্যে অন্যতম ব্রাইট এনোবাখারে। গত মরশুমে দুর্দান্ত খেলা এই নাইজেরীয় ফরোয়ার্ডকে হাতছাড়া করতে নারাজ ইস্টবেঙ্গল শিবির।

তবে ক্লাবের এই পরিস্থিতি রীতিমতো বিরক্ত ব্রাইট। ধৈর্য হারাচ্ছেন এনোবাখারের এজেন্টও। জানা গিয়েছে, ব্রাইট ব্রিটেনের ক্লাবের থেকে অফার পেয়েছেন। সেই সঙ্গে এই তরুণ ফুটবলারকে পেতে আগ্রহী দুই আইএসএল ক্লাবও। এই দুই আইএসএল ক্লাবের কাছ থেকে মোটা অঙ্কের অফার পেয়েছেন তিনি। যদিও লাল-হলুদ কর্মকর্তারা তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: আর অপেক্ষা নয়, ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিলেন নারায়ণ দাস

ব্রাইটের ইস্টবেঙ্গলে থেকে যাওয়াটা পুরোপুরি নির্ভর করছে ইনভেস্টরের সঙ্গে ক্লাবের যাবতীয় সমস্যা মিটে যাওয়ার উপর। অপেক্ষা করতে করতে কার্যত টার্গেটে থাকা ফুটবলাররাও হাতছাড়া হচ্ছে ইস্টবেঙ্গলের। চেন্নাইন এফসি তরুণ বাঙালি ফরোয়ার্ড রহিম আলিকে টার্গেট করেছিল এসসি ইস্টবেঙ্গল, সেও হাতছাড়া হল। মঙ্গলবার ইস্টবেঙ্গল ছাড়লেন লেফট ব্যাক ভারতীয় তারকা নারায়ণ দাস। এবার কি তবে ব্রাইটের পালা?