FIFA Ranking: সাফ জেতার পর সুনীলদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

0
43

খাসখবর ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর ভারতীয় ফুটবল দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সুনীলের দল এক ধাপ এগিয়ে ১০৬ তম স্থানে উঠে এসেছে। সাফ কাপের ফাইনালে নেপালকে হারিয়ে ভারত অষ্টমবারের মতো শিরোপা জিতেছিল। নয়া প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বেলজিয়াম এক নম্বরে এবং ব্রাজিল দুই নম্বরে রয়েছে। সদ্য সমাপ্ত নেশনস লিগে বেলজিয়াম চতুর্থ স্থানে রয়েছে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে এবং তৃতীয় স্থানে থাকা ইতালি হারিয়েছিল বেলজিয়ামকে। তা সত্ত্বেও দল প্রথম স্থান ধরে রেখেছে।

ফ্রান্সের দলও এক ধাপ উপরে উঠে এসেছে। তারা চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। একই সঙ্গে ইতালি পঞ্চম থেকে চতুর্থ স্থানে চলে এসেছে। প্রথম স্থান বেলজিয়াম এবং দ্বিতীয় স্থান ব্রাজিলের মধ্যে মাত্র ১২ পয়েন্টের ব্যবধান রয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে স্পেনও এক ধাপ উপরে উঠে এসেছে। দল সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল এক ধাপ পিছিয়ে পড়েছে। তাদের অষ্টম থেকে নবম স্থানে অবনতি হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন:T20 World Cup: ওয়ার্নারের প্রতি সানরাইজার্সের বঞ্চনা অস্ট্রেলিয়া দলেও প্রভাব ফেলতে বাধ্য: ব্রেট লি

জার্মানির দল ১৪ তম স্থান থেকে ১২ তম স্থানে উঠে এসেছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ তম স্থানে রয়েছে। উরুগুয়ের দল গত কয়েক ম্যাচে ভালো পারফরম্যান্স করছে না। তাদের ক্ষতি অবধারিত ছিল। উরুগুয়ের দল ১২ তম থেকে ১৫ তম স্থানে উঠে এসেছে। এছাড়াও মরক্কো ২৯, রাশিয়া ৩৩, মিশর ৪৪, সৌদি আরব ৪৯ এবং দক্ষিণ আফ্রিকা ৬৬ স্থানে রয়েছে।