বিকেলের ময়দানের খাসখবর ১৫ জুন, ২০২২

0
29
evening-sports-news-15-june-2022

মাঠেই খেলোয়াড়-দর্শকদের বেধরক পিটুনিতে রেফারির মৃত্যু!

ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানো নতুন কিছু না। কিন্তু তাই বলে রেফারিকে পিটিয়ে একদম মেরে ফেলা! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এল সালভাদরের ঘরোয়া ফুটবলে। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সেখানে বলা হয়েছে, গত সপ্তাহে রাজধানী সান সালভাদরের তলুসা স্টেডিয়ামে অ্যামেচার লিগের ম্যাচে একটি দল ও তাদের সমর্থকদের দ্বারা প্রহৃত হওয়ার পর মৃত্যুবরণ করেন রেফারি হোসে আমায়া আর্নোলদো। এল সালভাদরের ফুটবল ফেডারেশন আরো জানিয়েছে, এ ধরনের সহিংস কার্যক্রমকে কিছুতেই সমর্থন করে না তারা।

- Advertisement -

উইম্বলডনে ফিরতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন দিয়ে আবারো টেনিস কোর্টে ফিরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এক বছর পর উইম্বলডন দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে কোর্টে ফিরবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ইনস্টাগ্রামে তিনি রয় লিখেছেন, ‘দেখা হবে সেখানে।’

পোকার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করলেন নেইমার

প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড নেইমার সম্প্রতি পোকার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছেন। লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজে পোকার খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো অংশ নিয়েছেন এই ব্রাজিলিয়ান। ২০১৬ সালে প্রত্যাখ্যান করা এক সুযোগের সদ্ব্যবহার করে তিনি প্যারিস লাস ভেগাস ক্যাসিনোর ১০ হাজার লিমিটের ইএম চ্যাম্পিয়নশিপের টেবিলে অংশ নেন। একটি পোকারস্টারস প্রিলিমিনারি টুর্নামেন্ট জিতে এই ব্রাজিলিয়ান ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি) ২০১৬-এর আসরে টেবিলে জায়গা পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের হয়ে অলিম্পিক গেমস ফুটবলের খেলা থাকায় নেইমার সে সুযোগ হারান। এখন ছয় বছর পর, এই ৩০ বছর বয়সী ডব্লিউএসওপি এর মঞ্চে ফিরছেন। কাতার বিশ্বকাপ বছরের শেষদিকে মাঠে গড়ানোয় অপ্রত্যাশিত অবসর এভাবেই কাজে লাগাচ্ছেন তিনি।

দ্বিতীয় দিনে বাংলার ব্যাটিং বিপর্যয়

মধ্যপ্রদেশের ৩৪১ রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই বিপর্যয় শুরু। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাড়া স্পিনার কুমার কার্তিকেয়কে দিয়েই প্রথম ওভারে সাফল্য পেল মধ্যপ্রদেশ। এক ওভারে কোনও রান না করেই ফিরে গেলেন অভিষেক রামন এবং সুদীপ ঘরামি। এই প্রতিবেদন প্রকাশের সময় বাংলার স্কোর ৬৮/৫। যে ব্যাটাররা কিছুদিন আগে ঝাড়খণ্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন কোয়ার্টার ফাইনালে, তাঁরা রানই পেলেন না বুধবার। অভিষেক রামন ০, সুদীপ ঘরামি ০, অনুষ্টুপ মজুমদার ৪, অভিমন্যু ঈশ্বরন ২২ এবং অভিষেক পোড়েল ৯ রানে আউট হয়েছেন।

জীবনের সেরা থ্রো করেও সোনা জেতা হল না অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজের

টোকিয়ো অলিম্পিক্সের পরে এই প্রথম নেমেছিলেন। আর নেমেই নিজের সেরা পারফরম্যান্স করে জাতীয় রেকর্ড করলেন। কিন্তু সোনা জেতা হল না নীরজ চোপড়ার। পাভো নুর্মি গেমসে দ্বিতীয় হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন এই জ্যাভলিন থ্রোয়ার। নীরজ প্রথম রাউন্ডে ৮৬.৯২ মিটার ছোড়েন। সেই রাউন্ডে তিনিই শীর্ষে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে নীরজ ৮৯.৩০ মিটার ছুড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে যান। অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। নীরজকে দেখে তখন মনেই হয়নি, অলিম্পিক্সে সোনা জেতার ১০ মাস পরে তিনি জ্যাভলিন হাতে নিয়েছেন।

এই প্রথম ফুটবল বিশ্বকাপে খেলবে এশিয়ার ৬ টি দেশ

বিশ্ব ফুটবলের মঞ্চে এবার এশিয়া তাদের যোগ্যতা প্রমাণ করল। এবার কাতারে ফুটবল বিশ্বকাপে এশিয়া থেকে মোট ৬টি দেশ অংশ নিতে চলেছে। এশিয়া থেকে এর আগে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনওদিনও ৬টি দল অংশ নেয়নি। ইরান , দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, জাপান, আগেই যোগ্যতা অর্জন করেছিল। পেরুকে হারিয়ে অস্ট্রেলিয়াও যোগ্যতা অর্জন করে নিল বিশ্বকাপের মঞ্চে। আর আয়োজক দেশ হওয়ার সুবাদে কাতারকেও
এই টুর্নামেন্টে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রুট

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে জো রুট আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখল করে নিলেন। দীর্ঘদিন এক নম্বরে থাকা অজি ব্যাটার মার্নাস লাবুশানেকে টপকে টেস্টে রুটই এখন ‘নাম্বার ওয়ান’। রুটের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯৭, আর লাবুশানের ৮৯২। তিনে আছেন আরেক অজি তারকা স্টিভেন স্মিথ। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আছেন চারে। ভারতের বিরাট কোহলির অবস্থান ১০ নম্বরে।