এনোবাখারের হাতে ফিউচার ‘ব্রাইট’ লাল-হলুদের

0
68

অনুভব খাসনবীশ, খাসখবর স্পোর্টস ডেস্ক: আইএসএলের শুরু থেকেই পজিটিভ স্ট্রাইকারের সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত স্ট্রাইকার এসেছে লাল-হলুদ শিবিরে। উইগান অ্যাথলেটিকের ২২ বছর বয়সী তরুণ নাইজেরিয়ান ফরোয়ার্ড ব্রাইট এনোবাখারেকে সই করিয়েছে এস সি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন গত বছরের গোল খরা কাটাতে লাল-হলুদ শিবিরে এলেন এনোবাখারে

- Advertisement -

আর মাত্র দু ম্যাচেই দুটি গোল করে ফেলেছেন এই নাইজেরিয়। তার মধ্যে একটি গোলকে ইতিমধ্যেই আইএসএলের অন্যতম সেরা গোল বলে ফেলেছেন অনেকে। তাই দু’ম্যাচ হতে না হতেই ব্রাইট বন্দনায় মেতেছে লাল-হলুদ সমর্থকরা।

আইএসএলে ইস্টবেঙ্গলের গত কয়েক ম্যাচের ফলাফল, অন্য দলের পয়েন্ট এবং সর্বোপরি লাল-হলুদ ডিফেন্সের কল্যাণে মূলপর্বে যাওয়ার সুযোগ কম ফাউলার ব্রিগেডের। তাও এনোবাখারের কাঁধে চড়েই টুর্নামেন্টের ভালো ফল করার আশা করছেন সমর্থকরা।

আরও পড়ুন শঙ্করের হাতেই কি ভাগ্য ফিরল ইস্টবেঙ্গলের

আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে ফাউলার ব্রিগেড। আগের ম্যাচে বিশ্বমানের গোল করার এক মিনিটে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছে ড্যানি ফক্সদের। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে চাকরী গিয়েছে বিএফসি কোচের। ফলে ব্রাইটের ভরসাতেই এই ম্যাচে জয়ে ফেরার ছক কষতে শুরু করে দিয়েছে দল।

ISL 2020-21: Is Bright Enobakhare's goal against FC Goa the best in the ISL  ever?

অন্যদিকে সমর্থকরা বলছেন, প্রথম দু’ম্যাচের পারফর্ম্যান্স রাখতে পারলে পরেরবার ব্রাইটকে পেতে ঝাপাবে অনেক দলই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কর্মকর্তাদেরও চুক্তি বাড়ানোর কাজটা করে রাখতে হবে।