ক্লাব কর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মিলছে ফোনে হুমকি, দাবি ইস্টবেঙ্গল সমর্থকদের

0
267

কলকাতা: এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা ও ইনভেস্টর সংস্থার মধ্যে জট মেটেনি। ক্রমশ বেড়ে যাচ্ছে সমস্যা, ইনভেস্টর সংস্থা শ্রী সিমেন্ট বিদায় নেওয়ার পথে। এই পরিস্থিতিতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন লাল-হলুদ কর্তারা। সব মিলিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভ উগরে পড়ছে ক্লাবকর্তাদের প্রতি। ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার ও আর একজন হলেন দেবব্রত সরকারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে সমর্থকরা। আর এই ক্ষোভ দেখাতে গিয়েই ঘটল বিপত্তি।

ক্লাবের প্রতি ভালোবাসার জন্য সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই দাবি করছে ইস্টবেঙ্গল ক্লাবের এক ফ্যান পেজ। ‘ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার’ নামক এই ফ্যান পেজ তাদের সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, “বিগত কয়েকদিনে বেশ কিছু ক্লাব-অন্তপ্রাণ ইস্টবেঙ্গল সমর্থক আমাদেরকে জানিয়েছেন যে, যেহেতু তারা ক্লাব কর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাই তাঁদেরকে নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে।”

- Advertisement -

সেই পোস্টে তারা আরও লিখেছে, “অনেক ক্ষেত্রই বলা হচ্ছে তাঁরা EBRP-র দালাল/ একলাখি ফ্যানক্লাবের দালাল এবং তাঁদেরকে দেখে নেওয়া হবে। অনেককে এটাও বলে হয়েছে যে এলাকা ছাড়া করে দেওয়া হবে।” আবারও এই রকম থ্রেট কল পেলে তারা সেই কল ভয়েস রেকর্ড করে জনসমক্ষে আনার কথা এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। যে ক্লাবের জন্য সমর্থকরা এতটা আবেগি সেই প্রতিবাদের জন্য এমন থ্রেট কল আশা করেননি কোনও লাল-হলুদ সমর্থকরাই।

কে বা কারা এই ফোন করছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও আপাতত, ইনভেস্টর হাতছাড়া হওয়ার পথে লাল-হলুদ ক্লাবের। ক্লাবকর্তারা জানিয়ে দিয়েছেন, ইনভেস্টর শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রে সই করবে না তারা। জোর করে সই করানোর চেষ্টা করা হলে ক্লাবকর্তারা পদত্যাগ করবেন। ইনভেস্টর সংস্থার প্রধান কর্তা হরিমোহন বাঙ্গুর জানিয়ে দিয়েছেন যে, চুক্তিপত্রে সই না হলে তারা আলোচনায় বসবে না।