ক্লাব শুদ্ধিকরণের দাবি, বড়সড় বিক্ষোভ ইস্টবেঙ্গল সমর্থকদের: যাবতীয় আপডেট খাস খবরের পেজে

0
60

কলকাতা: এক কথায় ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ যেন অন্ধকার। আসন্ন আইএসএল এর মরসুম তো দূর। কলকাতা লিগ বা প্রথম ডিভিশনেও ইস্টবেঙ্গলকে খেলতে দেখা যাবে কিনা সন্দেহ। প্রথম থেকেই ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা শ্রী সিমেন্টের চুক্তিপত্রে সই করতে নারাজ ছিল। এবার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, ইনভেস্টরের চুক্তিপত্রে সই করবে না ইস্টবেঙ্গল। নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকল ক্লাবকর্মকর্তারা। তবে ক্লাবকর্তাদের এই দাবি মানতে নারাজ ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রিয় ক্লাবকে তলিয়ে যেতে দেখতে চায় না তারা।

- Advertisement -

অনেক আগে থেকেই প্রতিবাদ-বিক্ষোভের পথে বেছে নিয়েছিল লাল-হলুদ সমর্থকরা। নিতু সরকার ও ক্লাবকর্তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ বাড়ছে। সেই বিক্ষোভই এবার বৃহৎ আকার ধারণ করছে। ২১ জুলাই অর্থাৎ আজ দুপুর ৩ টের সময় ক্লাব তাঁবুর সামনে প্রতিবাদে সোচ্চার হবে ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল-হলুদের একাধিক ফ্যান ফোরাম এই উদ্যোগ নিয়েছে। আজ ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদের যাবতীয় খবর পেতে চোখ রাখুন খাস খবরের পেজে। সেই সঙ্গে সমর্থকরা ক্লাব শুদ্ধিকরণের পক্ষে থাকছে লাল-হলুদ সমর্থকরা। #CleanUpEastBengal ডাক দিচ্ছে সমর্থকরা, তারা চাইছে নিতু সরকার সহ অন্যান্য ক্লাবকর্তারা ইস্তফা দিক।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ‘ফাঁকা’ করছে শ্রী সিমেন্ট, স্পোর্টিং রাইটস ফেরাতে ক্ষতিপূরণের চাপ আসতে পারে

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় #NituOut, #SignAndResign, #RajaEbarCharoGodi ইত্যাদি হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জারি রেখেছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই বিক্ষোভই এবার বৃহৎ আকার ধারণ করছে। উল্লেখ্য, গত আইএসএল মরসুমের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই চুক্তি করেছিল ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট। ধৈর্য্যের বাধ ভেঙে যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের। ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সমর্থকরা। অনেক আগে থেকেই তারা বেছে নিয়েছেন রাস্তায় নেমে প্রতিবাদের পথ।