মাঠেই জায়ান্ট স্ক্রিনে ডার্বি দেখানোর ব্যবস্থা করছে ইস্টবেঙ্গল ক্লাব

0
47

কলকাতা: বাঙালির আবেগের বিস্ফোরণ ঘটতে বাকি আর মাত্র কয়েকঘন্টা। সন্ধ্যে ৭.৩০ মিনিটে নতুন ইতিহাসও লেখা হবে গোয়ার মাঠে। ইন্ডিয়ান সুপার লিগে আজ মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান এবং এস সি ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে প্রথম ডার্বি ঘিরে উত্তেজনা বাড়ছে।

- Advertisement -

আর সেই উত্তেজনা, আবেগের পারদ চড়াতে এবার সমর্থকদের মাঠেই খেলা দেখানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা। ফলে সমর্থকদের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত ক্লাবের। আজ ইস্টবেঙ্গল মাঠে সম্পূর্ন স্বাস্থবিধি মেনে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। দুই প্রধানেরই অনেক ফ্যান ক্লাবও আজ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছে।

শতবর্ষে ক্লাব প্রবেশ করেছে আইএসএলে। ডার্বি দিয়েই আইএসএল অভিযান শুরু করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। ফলে মাঠে বসে তা দেখার সুযোগ না পাওয়ায় হতাশ ছিলেন সমর্থকরা। অন্যদিকে কয়েকদিন আগে থেকেই গুঞ্জন উঠেছিল সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেবে না নতুন ইনভেস্টর। আজকের সিদ্ধান্তে সেই জল্পনাতেও দাঁড়ি পরে গেল।