CWG 2022: শ্রীলঙ্কার পর এবার বার্মিংহাম থেকে নিখোঁজ দুই পাকিস্তানি বক্সার

0
55

স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২২ শেষ হওয়ার পর থেকেই বার্মিংহামে দুই পাকিস্তানি বক্সার নিখোঁজ হয়েছেন। বুধবার জাতীয় ফেডারেশন এই খবর জানিয়েছে। পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) সচিব নাসের তাং এই খবর নিশ্চিত করেছেন যে বক্সার সুলেমান বালুচ এবং নাজিরুল্লাহ দল ইসলামাবাদে যাওয়ার কয়েক ঘন্টা আগে নিখোঁজ হয়ে যান। সোমবার শেষ হয়েছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস। তাং বলেছেন, “তাদের পাসপোর্ট সহ ভ্রমণের নথিগুলি এখনও ফেডারেশনের কর্মকর্তাদের কাছে রয়েছে যারা গেমসে বক্সিং দলের সঙ্গে গিয়েছিল।”

টিম ম্যানেজমেন্ট সুলেমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাজ্য এবং লন্ডনের পাকিস্তান হাইকমিশনে পাঠিয়েছে। নাজিরুল্লাহ নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, বক্সারদের নথি পাকিস্তান থেকে আগত সকল খেলোয়াড়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী রাখা হয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) নিখোঁজ বক্সারদের ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমনওয়েলথ গেমসের বক্সিং প্রতিযোগিতায় কোনও পদক জিততে পারেনি পাকিস্তান। ভারোত্তোলন এবং জ্যাভলিন থ্রোতে দুটি স্বর্ণ সহ এই গেমসে আটটি পদক জিতেছে পাকিস্তান।

- Advertisement -

আরও পড়ুন: দেশের হয়ে খেলতে বলার জন্য ভিক্ষা করতে পারি না

জাতীয় সাঁতারু ফাইজান আকবর হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পর বক্সাররা নিখোঁজ হয়। তবে আকবরকে এমনকি চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতেও দেখা যায়নি। তার পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র নিয়ে বুদাপেস্টে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর তিনি বুদাপেস্টে পৌঁছান। একসঙ্গে অদৃশ্য হয়ে যাওয়াএ ঘটনায় তদন্তে পুলিয়াহ। জুন মাস থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আর্থিক, রাজনৈতিক সমস্যা নিয়ে তীব্র সমস্যায় শ্রীলঙ্কাএ মানুষ। এই পরিস্থিতিতে নিজের দেশে আর ফিরতে না চেয়ে নিখোঁজ শ্রীলঙ্কার দশ অ্যাথলিওট। নিখোঁজ হওয়া সদস্যরা এখন লুকিয়ে রয়েছেন ইংল্যান্ডে।