ক্যান্সার জয়ী অরুণ লালের কোচিংয়ে রঞ্জি ফাইনালে বাংলা

0
160

কলকাতা: অরুণ লালের কোচিংয়ে ব্যাপক সাফল্য পেল  বাংলা ক্রিকেট দল। ৩ মার্চ ২০২০ তে কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে যায় বাংলা। দীর্ঘ ১৩ বছর পর রঞ্জির ফাইনালে পৌঁছলো বাংলা ক্রিকেট দল। ১৯৮৯-৯০ সিজিনে যে বাংলা দল রঞ্জি ট্রফি যেতে সেই দলের এক গুরুতবপূর্ণ সদস্য ছিলেন অরুণ লাল।

অরুণ লাল দেখিয়ে দিয়েছেন কী ভাবে ক্যান্সারের মত মারণ রোগকে পরাজিত করে ফিরে আসা যায়। শুধু তাই নয় কোচ হিসাবে তিনি দারুণ সাফল্য পান। বাংলার ক্রিকেট দল তারই কোচিংয়ে পৌঁছায় রঞ্জির ফাইনালে দীর্ঘ ১৩ বছর পর।ক্রীড়া প্রেমীদের মতে অরুণ লালের কোচিংয়েই বাংলা দল ঘরে তুলতে পারে রঞ্জি ট্রফি।

- Advertisement -

ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের জীবনে নেমে আসে দুঃখের ছায়া যখন তার ক্যান্সার ধরা পড়ে। ২০১৬ সালে ক্যান্সার ধরা পড়ে অরুণ লালের । ক্যান্সার ধরা পড়ে তার চোয়ালে। এর ফলে দীর্ঘদিন কমেন্ট্রি থেকে দূরে থাকতে হয় অরুণ লালকে।

অরুণ লালের ঘনিষ্ঠ মহলের মতে ক্যান্সার ধরা পড়ার পর তিনি ভেঙে পড়েননি। ক্যান্সারের সঙ্গে লড়াই চালাতে চালাতে তিনি ফিরে আসেন খেলার দুনিয়ায়। অরুণ লাল বাংলা ক্রিকেট টিমের কোচের দায়িত্ব ভার গ্রহণ করেন পরিস্থিতির বদল ঘটানোর জন্য। কিছু সময়ের মধ্যেই ক্যান্সারকে পরাজিত করতে সফল হয় এই প্রাক্তন ডানহাতের ব্যাটসম্যান।

উল্লেখ্য,ভারতের অন্যতম সেরা প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। তিনি ভারতের জার্সিতে অভিষেক করেন ১৯৮২ সালে। তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম টেস্ট ম্যাচেই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের সঙ্গে ১৫৬ রানের পার্টনারশিপ করেন অরুণ লাল।

ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন বাংলা এবং দিল্লির হয়ে। ঘরোয়া ক্রিকেটে অরুণ লাল রেকর্ড করেন ১০ হাজার রান করে। ২০০১ সালে তিনি অবসর নেন ঘরোয়া ক্রিকেট থেকে। ঘরোয়া ক্রিকেটে অরুণ লাল তার শেষ ম্যাচ খেলেন ইস্টবেঙ্গলের হয়ে।