যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন

যুগ যুগ ধরে বিশ্ব ক্রীড়াঙ্গনে কত রোমাঞ্চকর ঘটনাই না ঘটেছে। আমরা কতজনই বা তা মনে রাখতে পেরেছি? সেইসব ঘটনা মনে করিয়ে দিতে খাস খবরে'র এই প্রতিবেদন। লিখেছেন শান্তি রায় চৌধুরী।

0
41

শান্তি রায়চৌধুরী: ঘটনাটি ঘটেছিল ১৯৭৪ সালে। টেস্ট খেলতে ইংল্যান্ডে গিয়েছিল অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারত। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোডে সেই টেস্টে তখন ব্যাট করছিলেন গাভাস্কার। মাঠে বইছিল তীব্র ঝোড়ো হাওয়া। বড় চুল তাঁকে সমস্যায় ফেলছিল। বোলার যখন বল করতে আসছিলেন তখনই চোখের সামনে চুল এসে পড়ায় অনেক সময়ই বল দেখতে পাচ্ছিলেন না। তখনই মাঠেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন গাভাস্কার।

আরও পড়ুন: আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ, ২০২৩)

- Advertisement -

সানি বলেছেন, “খুবই মজার ব্যাপার ছিল ওটা। সেইসময় আমি টুপি পরতাম না। এখনকার তুলনায় আমার চুল ছিল বেশ বড়। ঝোড়ো হাওয়ায় আমার চোখের সামনে চুল এসে পড়ছিল। তখনই আমি আম্পায়ার ডিকি বার্ডকে জিজ্ঞেস করি, ওঁর কাছে কাঁচি আছে কিনা। আছে, জানতে পেরেই ওঁকে বলি আমার চুল কেটে দিতে। ম্যাচ চলাকালীনই খেলায় কিছুক্ষণ বিরতি দিয়ে উনি আমার চুল কেটে ছোট করে দেন। বলের সেলাই অনেক সময় উঠে আসে বা বেরিয়ে পড়ে। তখন আম্পায়াররা কাঁচি দিয়ে ওই সুতো কেটে দেন। সেই কারণে আম্পায়ারদের কাছে যে কাঁচি থাকে, তা আমি ভালো করেই জানতাম। তাই ডিকির কাছে যাই। তিনি আমাকে ফিরিয়ে দেননি। হাসিমুখে আমার চুলগুলো কেটে দিয়েছিলেন।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

গাভাস্কার মজা করে কমেন্ট্রি চলাকালীন বলেন, ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র প্লেয়ার, যিনি মাঠের মধ্যেই চুল কাটিয়েছেন আম্পায়ারকে দিয়ে। সেই ম্যাচে সেঞ্চুরি করেন সুনীল গাভাস্কার। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা হেরে যায় ভারত।