৩২ বছরের খরা অব্যাহত, ভরসা এখন অধিনায়কই

0
26
bengal-cricket-team-may lost in-ranji-semifina vs madhya pardesh

স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে এই বছরের মতো বিদায় নিতে চলেছে বাংলা। মধ্যপ্রদেশের বিপক্ষে সেমিফাইনালে পৌঁছেও ব্যর্থ বাংলা। এখনও তীরে এসে তরী ডোবার স্বভাব অব্যাহত। প্রথম ইনিংসে ৩৪১ রান মধ্যপ্রদেশ। জবাবে বাংলা দল ২৭৩ রানে অলআউট হয়ে যায়। পাঁচ উইকেটে ১৯৭ রান ছিল। মনোজ তিওয়ারি ৮৪ এবং শাহবাজ আহমেদ ৭২ রানে ছিলেন। এরপর মনোজ ২১১ বলে ১০২ রান করেন। মনোজ ছাড়াও তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদও দলের হয়ে গুরুত্বপূর্ণ ১১৬ রান করেন।

মনোজ (Manoj Tiwary) আউট হওয়ার আগে ষষ্ঠ উইকেটে শাহবাজ আহমেদের সঙ্গে ১৮৩ রানের পার্টনারশিপ গড়েন। এরপরই ছন্দপতন বাংলার। দ্বিতীয় ইনিংসে লড়ছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন (১১৪ বলে ৫২ নটআউট), টার্গেট ৩৫০। বাংলার হাতে রয়েছে এখনও ছয় উইকেট, জয়ের জন্য ২৫৪ রান দরকার। শেষ দিনে বাংলার আশাও প্রায় শেষ। অর্থাৎ বাংলার দলে সেই একই চিত্র। প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে থাকার পর চতুর্থ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্যমাত্রা অভিমন্যু ঈশ্বরণদের সামনে।

- Advertisement -

আরও পড়ুন: IND vs SA : ভারতের বাধা হতে পারে রাজকোটের আবহাওয়া 

গোটা মরশুমে ভালো খেলেও কেন এই ছন্দপতন? ৩২ বছরের খরা? ২০০৫-০৬ এবং ২০০৬-০৭, পরপর দুই মরশুমে ফাইনাল খোয়াতে হয়েছিল। এরপর গত মরশুম অর্থাৎ ২০১৯-২০ তেও একই গল্প। আর এবারে হারলে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে‌। অর্থাৎ বারবার সেই তীরে এসেই তরী ডুবছে। নেটিজেনরা অবশ্য বলছেন, ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছেন বাংলার ব্যাটার সুদীপ ঘরামী। বল গ্লাভসে লাগলেও তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে পাহাড় সমান রানের লক্ষ্য নিয়ে তিনি একা কী করতেন?