কোহলিকে নিয়ে মজা করল অস্ট্রেলিয়া, যোগ্য জবাব দিলেন জাফর

0
219

খাস খবর ডেস্ক: ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বেশ কিছুদিন ধরেই খারাপ ফর্ম নিয়ে লড়াই করছেন। গত দুই বছরে বিরাটের ব্যাট থেকে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি আসেনি। খারাপ ফর্মের কারণে তার টেস্ট কেরিয়ারের গড়ও কমেছে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী বিরাটকে কটূক্তি করা থেকে পিছপা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩৪ রান করেন।

তার ইনিংসের পর অস্ট্রেলিয়ান মিডিয়া কোহলি ও স্টার্কের তুলনা করে বলেছে, গত দুই বছরে গড়ের দিক থেকে স্টার্কের থেকে পিছিয়ে রয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই পরিসংখ্যানের যোগ্য জবাব দিয়েছেন ওয়াসিম জাফর। ভারতের প্রাক্তন ক্রিকেটার জাফর ওয়ানডে কেরিয়ারে স্টিভ স্মিথ ও নবদীপ সাইনির তুলনা করেছেন। জাফর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নবদীপ সাইনির ওডিআই ক্যারিয়ার গড় ৫৩.৫০। যেখানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্টিভ স্মিথের গড় মাত্র ৪৩.৩৪।”

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022 Auction: বয়স বাড়লেও নিলামের আকর্ষন এই ক্রিকেটাররা

জাফরের এই পোস্টে তিনি ভারতীয় সমর্থকদের সমর্থনও পেয়েছেন। একজন সমর্থক লিখেছেন যে, বিরাট কোহলির অভিষেক হওয়ার পর থেকে তিনি একা রান তাড়া করে ওয়ানডেতে ২৬ টি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার গোটা দল মাত্র ২৫ টি সেঞ্চুরি করেছে। অন্যদিকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের কথা বললে জোহানেসবার্গে প্রোটিয়ারা জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে।