Virushka: বিবাহবার্ষিকীতে বিরাটকে ‘ভূত’ সাজালেন অনুষ্কা

0
53

স্পোর্টস ডেস্ক: তারকা দম্পতি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তাদের পঞ্চম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করছেন। ১১ ডিসেম্বর ২০১৭ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই সেলেবদের বিয়ের অনুষ্ঠানও ছিল একেবারে রাজকীয়। রবিবার পঞ্চম বিবাহ বার্ষিকী উপলক্ষে অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে একেবারে অন্যরকম ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। এই বিশেষ অনুষ্ঠানে বিরাট কোহলির সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। এর মধ্যে প্রথম ছবি অনুষ্কা শর্মা অভিনীত ‘পরী’ ছবির। যদিও এই ছবিটি আসল নয়, ফটোশপ করা হয়েছে।

এই ছবিতে সামনে অনুষ্কা শর্মা এবং পিছনে ভূতের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ছবিতে বিরাটকে অনুষ্কার সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে বিরাট কোহলিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আসলে ভামিকার প্রসবের সময় অনুষ্কা শর্মা যখন ব্যথায় ভুগছিলেন, তখন প্রসবের পরের দিন বিরাট কোহলি তার সঙ্গে পাশের বেডে শুয়েছিলেন যাতে অনুষ্কা কিছুটা ভালো অনুভব করেন। এগুলি বিশেষ কিছু মুহুর্তের ছবি, যা বিশেষ দিন উপলক্ষে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

- Advertisement -

আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন বাদ দিলে এশিয়ার বলার মত বিশেষ কিছু নেই

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

বলা বাহুল্য যে, বিরাটও অনুষ্কার শেয়ার করা এই ছবিগুলিতে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন- “আমি জানি তোমার কাছে আমার সবচেয়ে চমৎকার ছবি আছে।” অন্যতম চর্চিত এই সেলেব দম্পতির বিবাহবার্ষিকী উপলক্ষে অনুরাগীরাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট কোহলিও পোস্ট করে লিখেছেন, “অনন্তকালের জন্য এই যাত্রার পাঁচ বছর। তোমাকে পেয়ে আমি কতটা ধন্য, আমি তোমাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালবাসি।”