একযুগ আগে কলকাতায় এসেছিলেন ফুটবল-ঈশ্বর, স্মৃতিচারণায় সুভাষ-পুত্র অনুভব

0
567

সৌমেন শীল, কলকাতা: দিয়েগো আর্মান্দো মারাদোনা। ফুটবল ঈশ্বর। কাল মাত্র ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। অবশ্য ঈশ্বরের কবেই বা মৃত্যু হয় ? সেই কথাই জানালেন অনুভব চক্রবর্তী, সম্পর্কে যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর ছেলে।

- Advertisement -

২০০৮ সালের ডিসেম্বর মাসে কলকাতায় পা দিয়েছিলেন ফুটবল ঈশ্বর। পশ্চিমবঙ্গের তৎকালীন ত্রীড়ামন্ত্রী ছিলেন বামফ্রন্টের সুভাষ চক্রবর্তী। ফলে গোটা সফরেই মারাদোনাকে খুব কাছ থেকে দেখেছিলেন সুভাষ চক্রবর্তী ও তাঁর পরিবার। বিশ্ববিখ্যাত ফুটবলারের আতিথেয়তার সুযোগ পেয়ে তারা মুগ্ধ হয়েছিলেন। খাসখবরর কাছে সেই স্মৃতিচারণাই করলেন অনুভব চক্রবর্তী।

maradona: Diego Maradona may be a legend on the field, but controversies  are his thing off it - The Economic Times

জানালেন, ফুটবল ঈশ্বরের মৃত্যুতে তারা স্তম্ভিত। যেভাবে এই খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এক যুগ আগে মারাদোনাকে সামনে থেকে দেখার স্মৃতি এখনও টাটকা তাঁর কাছে। সেই স্মৃতিই মনে রাখতে চান আজীবন।