টোকিও অলিম্পিকের খেলোয়াড়দের উৎসাহ দিতে এআর রহমান ও অনন্যা বিড়লার নতুন গান

0
29

 

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিক আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে, তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। সেখানে ভারত থেকে অনেক অ্যাথলিট অংশ নেবেন এবং ভারতের নাম উজ্জ্বল করার জন্য তারা অলিম্পিকের মঞ্চে নামবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় অ্যাথলিটদের সাহস জোগানোর জন্য কোনও কমতি রাখছেন না। বিখ্যাত সঙ্গীত পরিচালক এআর রহমান এবং অনন্যা বিড়লা একটি দুর্দান্ত গান গেয়েছেন। যার নাম – ‘হিন্দুস্তানি ওয়ে’।

- Advertisement -

এই গানটি ভারতীয় অলিম্পিক খেলোয়াড়দের উদ্দেশ্যে উত্সর্গ করা হয়েছে। গানটি বেশ দর্শনীয়, সোশ্যাল মিডিয়ায় লোকেরাও এটি বেশ পছন্দ করছে। গানের সুর করেছেন এআর রহমান, তবে লিখেছেন এবং গেয়েছেন অনন্যা বিড়লা। অনন্যা হলেন সেই গায়িকা যিনি আন্তর্জাতিক পর্যায়েও বেশ স্বীকৃতি পেয়েছেন। অনন্যা এই গানটি সম্পর্কে বলেছেন যে, টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের উৎসাহ দিতে এই গানটি লিখতে এবং গাইতে গর্ববোধ করছেন।

আরও পড়ুন: টোকিও অলিম্পিক: বাড়ানো হল শপথ গ্রহণকারীদের সংখ্যা, কারণ জেনে নিন

আরও পড়ুন: অলিম্পিকে দর্শকদের অনুপস্থিতিতে লাভ হবে ভারতীয় খেলোয়াড়দেরই

একই সঙ্গে এআর রহমানও এই প্রকল্পে যোগ দিয় আনন্দ প্রকাশ করেছেন। অন্যনার কাছে এটি স্বপ্নের মতো ছিল। তিনি তাঁর রোল মডেল এআর রহমানের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। এআর রহমানের এই ‘হিন্দুস্তানি ওয়ে’ গানটি সত্যিই দুর্দান্ত, যা টোকিও যাওয়ার আগে অবশ্যই ভারতীয় অলিম্পিয়ানদের উত্সাহিত করবে। অনন্যা বিরলা এই গানটি নির্মিকা সিং এবং শিশির সামন্তের সহযোগিতায় লিখেছেন।