ফুড ডেলিভারি অ্যাপে বিভ্রাট, বিনামূল্যেই অর্ডার করা যাচ্ছে খাবার

0
89

খাস ডেস্ক: এখনকার ব্যস্ত সময় খাবার থেকে শুরু করে পণ্য সামগ্রী অর্ডার করতে অনলাইন অ্যাপ একটি ভরসাযোগ্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এমনই এক অ্যাপে দেখা দেয় ত্রুটি। যার সুযোগ নিয়ে ওই সময়ে শতাধিক গ্রাহক বিনামূল্যে বিভিন্ন জিনিস অর্ডার করে নেয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ছবি।

আরও পড়ুন: নরেন্দ্র মোদী সরকার স্বৈরাচারে বিশ্বাসী, জোড়াল আক্রমণ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

- Advertisement -

আমেরিকার ফুড ডেলিভারি অ্যাপ DoorDash অ্যাপে সাময়িক কিছু ত্রুটি দেখা দিয়েছিল। যার ফলে অর্ডারের সময় পেমেন্টের বিকল্প দেখা যাচ্ছিল না। এই সুযোগেই গ্রাহকরা বিনামূল্যে খাবার অর্ডার করতে থাকে।

আরও পড়ুন: অর্থনৈতিক ভাবে ভেঙে পড়া শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে কি ভারত সরকার, জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

কিছু গ্রাহকরা কেবল খাবারেই থেমে থাকেনি। কয়েক হাজার ডলার দামী মদ এমনকি ৩২ ইঞ্চি এল ই ডি টিভি বিনা টাকা দিয়েই অর্ডার করে। অ্যাপ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, কতজন গ্রাহক তাদের পার্সেল পেয়েছে তা এখনও জানা যায়নি। তবে কয়েকজন অবশ্যই পেয়েছে। কারণ অনেকেই বিনামূল্যে জিনিসগুলি পেয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে DoorDash-কে ধন্যবাদ জানিয়েছে।