মাহিন্দ্রা নিয়ে আসছে ভারতের প্রথম বিদ্যুৎচালিত কোয়াড্রিসাইকেল ‘Mahindra Atom’

0
2423

নয়াদিল্লি: এবার মাহিন্দ্রা নিয়ে আসতে চলেছে Mahindra Atom। যা একদমই বৈদ্যুতিক গাড়ি। মূলত পরিবেশ দূষণ বন্ধ করতেই ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে মাহিন্দ্রা। চলতি ‌অর্থবর্ষে মাহিন্দ্রা মোট তিনটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে।

এই গাড়িটিকে এবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া অটো এক্সপোতে প্রথমবারের জন্য সামনে নিয়ে আসা হয়েছিল। জানা গিয়েছে, এই বছরের শেষের দিকেই এই বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে মাহিন্দ্রা। ইতিমধ্যে সংস্থা এই গাড়িটির একটি টিজার ভিডিও লঞ্চ করে এর বিশেষ ফিচারগুলি জানিয়েছে।

- Advertisement -

ডিজাইনের দিক থেকে গাড়িটি দেখতে ছোট। ড্রাইভার সহ ৪ জন সিটের এই গাড়িতে সামনে রয়েছে কেবলমাত্র  ড্রাইভার সিট এবং পিছনে ৩ জনের বসার জায়গা। আর থাকছে মাত্র দুটি দরজা।

এই গাড়িতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন এলিমেন্ট। ক্লিয়ার লেন্স হ্যান্ড ল্যাম্প, বডি কালার আউটসাইড রিয়ার ভিউ মিরর। এছাড়াও রয়েছে ফ্রন্ট এবং রিয়ার বাম্পার রিফ্লেক্টর স্ট্রিপ, বড় উইন্ডশীল্ড, ট্রিপল পড টেল ল্যাম্প।

এছাড়া এই গাড়িতে ১৫ কিলোওয়াট এর ইলেকট্রিক মোটর এবং লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। কনসেপ্ট মডেলের মতন এর প্রোডাকশন রেডি মডেল নিয়ে আসা হচ্ছে আর কিছুদিনের‌ মধ্যেই। এই প্রোডাকশন রেডি মডেল বাজারে বিক্রি করা হবে। গ্রাহক চাইলে এই গাড়ির ব্যাটারিও পরিবর্তন করতে পারবেন।

যেহেতু এটি বৈদ্যুতিক গাড়ি তাই এই গাড়ির সর্বোচ্চ গতি খুব একটা বেশী হবে না। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই গাড়ির টপ স্পিড হবে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা।

এছাড়া এই গাড়ির ব্যাটারি মাত্র ৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। পাশাপাশি, এই ব্যাটারির জন্য বিশেষ থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া যাবে। যা ব্যাটারি ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে।

এছাড়া এই গাড়িটি যেহেতু ভারতের সর্বপ্রথম বিদ্যুৎচালিত কোয়াড্রিসাইকেল। তাই এই গাড়িটির এক্স শোরুম দাম ৩ লক্ষ টাকা হতে পারে‌। তবে দাম ঠিক কি রকম হবে তা এখনও সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে এই গাড়ির দাম খুব বেশি হবে না।