নামী গাড়ি বিক্রেতা সংস্থার IPO’র শেয়ারে বিনিয়োগ করে প্রাপ্তি একরাশ হতাশা

0
54

খাস ডেস্ক: শুক্রবার থেকেই অটোমোবাইল ডিলারশিপ চেন ল্যান্ডমার্ক কারস লিমিটেডের শেয়ারে স্টক এক্সচেঞ্জের উপর ট্রেন্ডিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রথমবারেই একরাশ হতাশা হাতে পেয়েছেন বিনিয়োগকারীরা। ল্যান্ডমার্কস কার’এর শেয়ার প্রায় ৭ শতাংশ ছাড়ে তালিকাভুক্ত হয়েছ।

আরও পড়ুন: করোনার নয়া ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম কোভিশিল্ড-কোভ্যাক্সিন, খতিয়ে দেখার নির্দেশ

- Advertisement -

জানা গিয়েছে, ল্যান্ডমার্কস কার’এর আইপিও (Initial public offering)এর ইস্যু মূল্য ছিল ৫০৬ টাকা। কিন্তু এর শেয়ার NSE (National Stock Exchange)’তে ৬.৮৬ শতাংশ ছাড়ে ৪৭১.৩০ টাকা এবং BSE ( Bombay Stock Exchange)’তে ৬.৯২ শতাংশ ছাড়ে ৪৭১ টাকায় তালিকাভুক্ত হয়েছে।

গত ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ল্যান্ডমার্কস কার (Landmark Cars) সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চালু ছিল। সূত্রে খবর ছিল, বাজার থেকে মোট ৫৫২ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল এই সংস্থার এবং ১৫০ কোটি টাকার নতুন ইস্যু বিক্রি করার কথা উঠেছিল।

অন্যদিকে, অ্যাবান্স হোল্ডিংয়ের মূল্য ছিল ২৭০ টাকা। এটির শেয়ার NSE’তে ২৭০ এবং BSE’তে ২৭৩ টাকায় অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুন: সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কের ন্যূনতম বয়ঃসীমা কমাবে না কেন্দ্র, খারিজ সিপিএম নেতার প্রস্তাব