১৫ অগাস্ট নয়, প্রথমে ২৬ জানুয়ারি-ই ছিল ভারতের স্বাধীনতা দিবস

0
122

বিশ্বদীপ ব্যানার্জি: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ১৯০ বছরের ব্রিটিশ শাসনের ইতি ঘটিয়ে স্বাধীন হয় ভারতবর্ষ। এরপর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয় ডঃ বি আর আম্বেদকর রচিত ভারতীয় সংবিধান। সেই থেকেই দিনটি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস নামে খ্যাত।

আরও পড়ুন: নেহেরু নন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু

- Advertisement -

অর্থাৎ ২৬ জানুয়ারির গুরুত্ব ১৫ অগাস্ট থেকে কোনও অংশে কম নয়। বরং খানিক বেশি-ই বলা চলে। স্বাধীনতা অর্জনের থেকেও সেই স্বাধীনতা রক্ষা করা বেশি জরুরি। ভারতীয় সংবিধান রচনা ছিল সেই স্বাধীনতা রক্ষার সর্বপ্রথম তথা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে শুধু সে কারণেই নয়। ২৬ জানুয়ারি মাহাত্ম্য আরও একটি কারণে বৃদ্ধি পেয়েছে। দেশ স্বাধীন হয়েছে ১৫ অগাস্ট। কিন্তু সেই দিনটি নয়, ভারতের স্বাধীনতা দিবস আগে পালিত হত ২৬ জানুয়ারি। অবশ্য তাকে তখন সে অর্থে স্বাধীনতা দিবস বলা হত না। বলা হত, স্বতন্ত্রতা সংকল্প দিবস। যে নাম দেন খোদ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

১৯২৯ সালের একেবারে অন্তিম লগ্নে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে নেওয়া হয় পূর্ণ স্বরাজ আনার শপথ। এর ফলশ্রুতিতেই ১৯৩০ সালের ২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে বলাই বাহুল্য, এ ছিল একটি প্রতীকী স্বাধীনতা। আর সেই কারণেই সরাসরি স্বাধীনতা দিবস আখ্যা দেওয়া হয়নি। যদিও ১৯৪৭ সালের ১৫ অগাস্ট পাকাপাকিভাবে স্বাধীন হওয়ার আগে পর্যন্ত এই দিনটিকেই স্বাধীনতা দিবস মেনে এসেছে আপামর ভারতবাসী।