আজ কি করবেন কেষ্ট, আদৌ কি আসবেন দলের বৈঠকে

0
93

কলকাতা: মামলার পর মামলা৷ এদিকে শরীরে বাসা বেঁধেছে হাজারো ব্যাধী৷ তার ওপর ‘কাটা ঘায়ে নুনের ছিটে’ দিতে দলেরই একাংশ যেন উঠে পড়ে লেগেছে৷ এহেন আবহে আজ কি করবেন বীরভূমের ‘শাহেশনা’ অনুব্রত মণ্ডল, সেদিকেই তাকিয়ে দাদার অনুগামীরা৷ অক্ষয় তৃতীয়ার দিনে বাইপাসের ধারে মেট্রোপলিটনে ৬তলা বহুতলে আনুষ্ঠানিক সূচনা হয়েছে ‘অস্থায়ী’ তৃণমূল ভবনের৷ আজ সেখানেই দলীয় রাজ্য নেতৃত্ব এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই ওই বৈঠকে অনুব্রতের উপস্থিত হওয়া, না-হওয়া নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র জল্পনা৷

রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে, গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসার মতো গুরুত্বপূর্ণ মামলার খাঁড়া ঝুলছে অনুব্রতর ঘাড়ে। বারংবার সিবিআই জেরা এড়িয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি৷ বগটুই গণহত্যা কাণ্ডেও তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কর্তারা৷ বিরোধীরাও সরব তাঁর ভূমিকা নিয়ে৷ এহেন আবহে নিজের ঘরেও প্রশ্নের মুখে বীরভূমের কেষ্ট৷ সম্প্রতি অনুব্রতের সিবিআই হাজিরা প্রসঙ্গে ‘আমি কিছু বলব না’ বলেও অনেক কথায় সামনে এনেছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এমনকি অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে অনুব্রত ইস্যুতে মদন মিত্রের মুখে শোনা গিয়েছিল, ‘‘সিবিআই ডাকলে অনুব্রত অসুস্থ হয়, আবার অনুব্রত যখন অসুস্থ থাকে তখনই সিবিআই তাকে ডেকে পাঠায়।’’

- Advertisement -

এহেন আবহে আজ বিকেলে তৃণমূল ভবনে সব জেলার দলীয় সভাপতিদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বিতরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দুপুরে নবান্নে প্রশাসনিক বৈঠক। তারপরই আসবেন তৃণমূল ভবনে৷ দলের সাংগঠনিক কাজকর্ম এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে৷ ফলে সেখানে অনুব্রত ইস্যুটি উঠলে, বীরভূমের শাহেনশার নতুন করে অস্বস্তি যে বাড়বে তা বলাইবাহুল্য৷ কারও কারও মতে, হয়তো সিবিআইয়ের হাজিরা এড়ানোর কৌশল আজ দলের মিটিংয়েও ব্যবহার করতে পারেন তিনি৷ ‘অসুস্থতা’র কারণে অনুপস্থিত থাকতে পারেন দলের বৈঠকে৷ জল্পনার নিরসনে অবশ্য সব মহলই চোখ রাখছেন তৃণমূল ভবনের দিকে৷

আরও পড়ুন: ‘আমন্ত্রণ পেলে অপমানিত বোধ করেন, না পেলে হজম হয় না’