School: গরম কমতেই ফের খুলল বেসরকারি স্কুল

0
111

কলকাতা: তীব্র দাবদাহে পুড়ছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। সেইমত প্রশাসনের নির্দেশে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে ২ মে থেকে। বেসরকারি স্কুলগুলির একাংশও ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছিল। তবে, চলতি সপ্তাহে বৃষ্টির জেরে আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু স্কুল আবার ফিরে গিয়েছে অফলাইন স্কুলে।

আরও পড়ুনঃ গভীর রাতে রক্তাক্ত মহানগরী, অ্যাপ ক্যাব চালককে কুপিয়ে খুন

- Advertisement -

আবহাওয়ার উন্নতি হলেও সরকারি সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। ফলে সরকারি স্কুল বন্ধই রয়েছে। প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি থেকে শুরু করে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের মতে, ‘আবহাওয়ার উন্নতি হওয়ায় যদি চলতি সপ্তাহটাও স্কুল খোলা রাখা যেত, তা হলে পড়ুয়ারা অনেকটাই উপকৃত হত। সে ক্ষেত্রে প্রথম সামগ্রিক মূল্যায়নের পরীক্ষা দিয়ে গরমের ছুটি পেত তারা। আবহাওয়ার উন্নতির পরেও গরমের ছুটি নিয়ে সরকারের অনড় মনোভাব সরকারি স্কুলের পড়ুয়াদের পিছিয়ে দিল অনেকটাই।’

আবহাওয়ার উন্নতি দেখে ফের দ্বিতীয় শ্রেণি থেকে স্কুল খুলে দিয়েছে সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘গরম কম বলে এখন স্কুল খোলা রয়েছে। আবার বেশি গরম পড়লে স্কুল বন্ধ করা হতে পারে। তবে স্কুলের নির্ধারিত গরমের ছুটি না পড়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। গরমের ছুটি নিয়ে সরকারি যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাও বিবেচনা করা হচ্ছে।’ একইভাবে ক্যালকাটা গার্লস স্কুলেও অফলাইন ক্লাস শুরু হয়েছে। স্কুলের শিক্ষিকা বাসন্তী বিশ্বাস বলেন, ‘আবহাওয়ার উন্নতি হওয়ায় স্কুল খুলিয়ে অফলাইন ক্লাস করালাম গত দু’দিন ধরে। আগামী কয়েক দিন গরমের গতিপ্রকৃতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মডার্ন হাইস্কুল ফর গার্লস স্কুলেও অফলাইন ক্লাস চালু হয়েছে। ডিরেক্টর দেবী কর জানিয়েছেন, ‘গত সপ্তাহের গরমে তাঁদের স্কুল দুদিন ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতেই স্কুলে ফের অফলাইন ক্লাস চালু হয়েছে। তাঁর মতে, গত দুবছরে করোনা অতিমারিতে পড়ুয়াদের অনেক ক্ষতি হয়েছে। তাই এখন যতটা সম্ভব অফলাইনেই ক্লাস করানো হচ্ছে।

এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই সরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশের প্রশ্ন, গরম কমতেই শহরের কিছু বেসরকারি স্কুলের পড়ুয়া অফলাইনে ক্লাস করছে, অন্যদিকে, সরকারি স্কুলের পড়ুয়ারা বাড়িতে বসে রয়েছে। একেই করোনার জেরে দীর্ঘদিন পড়াশোনা হয়নি, তাই আবার এই  ছুটির ছুটির ফলে পড়াশোনার দিক থেকে পিছিয়ে পরবে সরকারি স্কুলের পড়ুয়ারা।