West Bengal Election 2021: তৃণমূল প্রার্থীকে চ্যালাকাঠ দিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
32

খাসখবর ডেস্ক: একুশের নির্বাচনের প্রথম দিন থেকেই শোনা গিয়েছে তৃণমূলের কর্মী-নেতাদের উপর বিজেপির আক্রমণ৷ যদিও প্রতিটি ঘটনাতেই গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের কর্মী-নেতাদের মারধরের পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি৷

মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনেও এই ঘটনার ব্যতিক্রম ঘটল না৷ জানা গিয়েছে, খানাকুলের তৃণমূল প্রার্থীকে চ্যালাকাঠ দিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে খানাকুল কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন মুন্সি নাজিবুল করিম৷ তাঁকেই বিজেপি মারধরে করে বলে অভিযোগ৷

- Advertisement -

এই ঘটনায় বিজেপি কোনোভাবে জড়িত নয় বলে দাবি স্থানীয় নেতৃত্বদের৷ বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল প্রার্থীই এলাকায় অশান্তির চেষ্টা করছিল৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা৷ এমনটাই দাবি গেরুয়া শিবিরের৷ অন্যদিকে, আহত তৃণমূল প্রার্থী বর্তমানে চিকিৎসাধীন৷

প্রসঙ্গত, ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে খুন, দাব পরিবারের। ঘটনাটি ঘটেছে বদনগঞ্জ এলাকায়। মৃতের নাম মাধবী আদক। সকালে ঘটনাস্থলে যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক।

তাঁর অভিযোগ, পশ্চিম মেদিনীপুর থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী মানস মজুমদারের নেতৃত্বে গতকাল রাতে তারাই বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বিজেপি সমর্থকের ছেলেকে। বাঁচাতে যাওয়ায় বিজেপি সমর্থকের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। রাতে মৃত্যু হয় ওই মহিলা বিজেপি সমর্থকের। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী।

উল্লেখ্য, এদিন তৃতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ চলছে কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাঁতরাগাছি, বিষ্ণুপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুরা, আরামবাগ, গোঘাট, খানাকুলে৷