“তৃণমূলের গোড়ায় গলদ আছে, তাই বারবার ডাকে ইডি, সিবিআই” কটাক্ষ বিমানের

0
146

খাস খবর ডেস্ক : বুধবার সন্ধ্যায় নবদ্বীপের রাধাবাজারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “তৃণমূলকে বারবার কেন এতো ডাকে ইডি, সিবিআই? আসলে তৃণমূলের গোড়ায় গলদ আছে, তাই বারবার ডাকছে ইডি, সিবিআই। ৩৪ বছরও তো একটা সরকার চলেছে, কিন্তু কাউকে তো ডাকেনি সিবিআই, ইডি”। 

আরও পড়ুন : তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা করায় জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা 

- Advertisement -

বুধবার এসএফআইয়ের রাজ্য সম্মেলন উপলক্ষে নবদ্বীপের প্রকাশ্য সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিমান বসু। তিনি ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এই সভায় বিমান বসু আরও বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা ছিল শুধুমাত্র গদ্দারি করার, তারাই আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। যে সব দেশীয় সম্পদ নিজেরা তৈরি করেনি সেগুলো সব বেচে দিচ্ছে। কেন্দ্রের সরকার নতুন কিছু তৈরি করার বদলে দেশকে দেউলিয়া করে দিচ্ছে”। 

আরও পড়ুন : “সিধুকে হারাতে মাটি কামড়ে লড়ব” হুঙ্কার ক্ষুব্ধ অমরিন্দরের

বিমান বসু এই সভা থেকেই ২৭ সেপ্টেম্বরের ধর্মঘটে মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আগামী ২৭ সেপ্টেম্বর তৃণমূলের সব বাঁধা অতিক্রম করে ধর্মঘট পালন করতে হবে যে কোনও পরিস্থিতিতে। তৃণমূল বামপন্থী নাকি দক্ষিণপন্থী দল তা প্রমাণ ২৭ তারিখের ধর্মঘটের দিন।” 

আরও পড়ুন : মহারাষ্ট্রের জোট সরকারের কোন্দল প্রকাশ্যে চলে এল গীতের মন্তব্যে

এসএফআই নেতারাও এই সভা থেকে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির সমালোচনা করেছেন এবং রাজ্যে স্কুল-কলেজ খোলার দাবিতে সরব হয়েছেন। এবারের এসএফআইয়ের ৩৭তম রাজ্য সম্মেলন নবদ্বীপের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে।