‘আমরা তো শূন্য, তবু আমাদেরকেই কেন এত ভয়’ প্রশ্ন তুললেন সিপিএম নেতা

0
62

বেলঘরিয়া: ভোট মিটেছে৷ তবু অশান্তিতে ছেদ পড়েনি৷ এবার শাসকের হামলার মুখে সিপিএমের পার্টি অফিস৷ বুধবার রাতের অন্ধকারে কে বা কারা হামলা চালাল বেলঘরিয়ায় ৯ নম্বর বিটি রোডে সরকারি আবাসনের ভিতরে সিপিএমের একটি পার্টি অফিসে৷ অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে৷ এদিন সেই লন্ডভন্ড পার্টি অফিসের সামনে দাঁড়িয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন সিপিএমের বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক ঝণ্টু মজুমদার৷ বললেন, ‘‘আমরা তো শূন্য৷ বিধানসভায় শূন্য হওয়া দলকে এখনও এত ভয় কেন?’’

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই৷ ঝণ্টুবাবুর কথায়, ‘‘রাতের অন্ধকারে কারা ভাঙল জানি না৷ তবে কারা ভাঙতে পারে, কেন ভাঙল সেটা তো বোঝা যায়৷ পুরসভা নির্বাচন কিভাবে হয়েছে সবাই দেখেছে৷ ৩৫টি ওয়ার্ডেই শাসকের হুমকি, দাপানি, শাসানি চলেছে৷ বহু জায়গায় পোলিং এজেন্টকে বসতে দেইনি৷ ১৬ নম্বর ওয়ার্ডের রিপোলের দাবি জানানো হয়েছিল৷ কমিশন কোনও রেসপন্স দেয়নি৷ ভোট মিটতেই হামলা চালিয়ে রেসপন্স করল তৃণমূল৷’’

- Advertisement -

অভিযোগ করেছেন, ‘‘শাসকদল এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বলেছিল৷ এই মডেল ওয়ার্ডের নমুনা সবাই দেখল৷ নিরঙ্কুশ আধিপত্য, পাড়াকে বিরোধী শূন্য করো- এই হল এদের স্লোগান৷ বিজেপি নয়৷ ওদের মূল আতঙ্ক আমরা৷ তাই বেছে বেছে পার্টি অফিসে হামলা৷’’ তবে এভাবে হামলা করে যে রোখা যাবে না, সেই হুঁশিয়ারি দিয়ে সিপিএম নেতার দাবি, ‘‘আমরা আমাদের মতো শক্তি নিয়ে মানুষকে নিয়ে চলব৷ তবে রাজ্যে তো আইনের কোনও শাসন নেই৷ পুলিশ কার্যালয়গুলো শাসকদলের সেল্টারে পরিণত হয়েছে৷’’

বস্তুত, হামলার শিকার হওয়া পার্টি অফিস থেকেই ভোটের কাজ পরিচালনা করা হয়েছিল৷ অভিযোগ, রাতের অন্ধকারে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়৷ ছিঁড়ে দেওয়া হয় পোস্টার৷ ভেঙে দেওয়া হয় লাইট৷ শাসক তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ আর বাসিন্দারা বলছেন, ক্ষমতায় কে এল, কে গেল তার থেকে বড় কথা এলাকার শান্তি অক্ষুন্ন রাখা৷ অতীতে সেটা ছিল৷ ফের সেই শান্তি ফিরিয়ে আনতে তৎপর হোক পুলিশ৷

আরও পড়ুন: Monkey Noise: বাঁদরের বাঁদরামিতে বন্ধ হল স্কুল

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor