কি করলে হবু চাকরি প্রার্থীদের চোখের জল ঘুচবে, জানিয়ে দিলেন শুভেন্দু

0
124

কলকাতা: ‘এখানে মেধার বিনিময়ে চাকরি পাওয়া যায় না৷ টাকার বিনিময়ে চাকরি মেলে৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অতীতেও একাধিকবার এই অভিযোগে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে৷ এবার শিক্ষাঙ্গনে দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক দাবি সামনে এনেছেন শুভেন্দু অধিকারী৷

দোর্দন্ডপ্রতাপ এই বিজেপি নেতার হুঙ্কার, ‘‘রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলেই বাংলার শিক্ষাঙ্গনে হয়ে চলা সব দুর্নীতি সামনে আসবে!’’ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থর৷ তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ৷ যদিও ডিভিশন বেঞ্চ আপাতত পাঁচ সপ্তাহের জন্য মামলাটি স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে৷ তারই মাঝে শুভেন্দুর এদিনের দাবি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ তাহলে কি পার্থবাবুকে গ্রেফতার করবে সিবিআই? শুভেন্দু কি তারই ইঙ্গিত দিলেন?

- Advertisement -

প্রসঙ্গত, বাংলার শিক্ষাঙ্গনে বেনিয়মের পিছনে একা পার্থবাবু নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জড়িত রয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু৷ নন্দীগ্রামের বিধায়কের কথায়, ‘‘পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলেই সামনে আসবে এই কেলেঙ্কারির পিছনে রয়েছেন পিসি-ভাইপো৷ তাই ওঁকে (পার্থ চট্টোপাধ্যায়) দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি৷’’ বলেছেন, ‘‘বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের চোখের জল এভাবে বৃথা হতে পারে না৷’’

বস্তুত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে নবম ও দশম শ্রেণির নিয়োগে ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে৷ ইতিমধ্যে ওই নিয়োগকে ঘিরে বাগ নেতৃত্বাধীন কমিটি আদালতে রিপোর্টও পেশ করেছে৷ আদালত সূত্রের খবর, রিপোর্টে স্পষ্ট সেই সময় বড়সড় বেনিয়ম হয়েছিল৷ পরীক্ষা না দিয়ে, পরীক্ষায় পাশ করতে না পেরেও চাকরি পেয়েছেন এমন নজিরও সামনে এসেছে৷ স্বাভাবিকভাবে তাতে নাম জড়িয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রীর৷ সিঙ্গল বেঞ্চ পার্থবাবুকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে আপাতত স্থগিতাদেশ জারি করেছে৷ কিন্তু পাঁচ সপ্তাহ পর কি হবে? শুভেন্দুর এদিনের দাবি ঘিরে সেই জল্পনায় জোরাল হয়েছে৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে কারা টিকিট পাবেন, জানিয়ে দিলেন জ্যোতিপ্রিয়