তমলুকে আজ কার বিসর্জন, কি বোঝাতে চাইলেন শুভেন্দু

0
35

কলকাতা: বিশ্বের দুয়ারে বন্দিত হয়েছে বাংলার দুর্গা পুজো৷ ইউনেস্কোর তরফে মিলেছে সেরার স্বীকৃতি৷ ইউনেস্কোর দেওয়া সেই হেরিটেজ স্বীকৃতি ও শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে কার্নিভাল৷ স্বভাবতই, কার্নিভালের উৎসবকে ঘিরে অন্য জেলাগুলির মতো একইভাবে সেজে উঠেছে তমলুকও৷ আর তা নিয়েই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

নিজের টুইটার হ্যান্ডেল থেকে দুর্গাপুজোর তমলুকের কার্নিভালের কিছু ছবি আপলোড করেছেন শুভেন্দু৷ ক্যাপশনে লেখা, ‘তমলুকের সুসজ্জিত রাজপথ দেখে কি মনে হয়, কার বিসর্জনের আয়োজন? মা দুর্গার, নাকি চোরেদের দলের…!’ শুভেন্দুর এমন ক্যাপশনকে ঘিরে দুপুর থেকেই তপ্ত সংশ্লিষ্ট টুইটের কমেন্ট বক্স৷ কেউ সহমত জানিয়েছেন, কেউ বা পাল্টা আক্রমণ৷ কেউ বা টেনে এনেছেন ‘চোরে চোরে মাসতুতো ভাই’ এর প্রসঙ্গ৷ যেমন একটি কমেন্টে লেখা হয়েছে, ‘আপনি যাকে চোর বলছেন, ভালো কথা চোর বলুন৷ কিন্তু এখন কেন? দীর্ঘদিন টিএমসিতে ছিলেন তখন বলেননি কেন, প্রশ্ন তো করবেই লোকে। আপনার হাতে সিআইডি,আইবি, পুলিশ কি নেই আপনার হাতে তদন্ত করার জন্য। তদন্ত না করে শুধু চোর বলে কান্না করেছেন, না শাক দিয়ে মাছ ঢাকার চিৎকার, কোনটা??’’

- Advertisement -

কেউ বা মাল নদীতে হড়পা বানের আট জনের নিহতের প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ‘এতো বড় দুর্ঘটনার পরও পুজোর কার্নিভাল,সত্যিই ইনার মানসিকতাকে প্রণাম!’ কেউ বা লিখেছেন, ‘চোরেদের নিয়ে ফুর্তি করছেন করুন অসুবিধা নেই, কিন্তু এতোগুলো মানুষ আপনার দলদাসদের গাফিলতির জন্য প্রাণ হারালো,সেটা নিয়ে নিয়ে একবার ভেবেছেন, একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এখনো গঠন করেন- নি, অথচ মজ, মস্তি চলছে, আপনি একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী!’’ দুপুর ১.০৩ মিনিটে টুইটটি পোস্ট করেছেন শুভেন্দু৷ তারপর থেকেই ক্রমেই ভাইরাল সেটি৷ উপচে পড়ছে কমেন্টি বক্স৷

আরও পড়ুন: চা বাগানে চিতাবাঘের ‘সন্ত্রাস’, আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা