CBI-কে অনুব্রতর ঘাড় ধরে নিয়ে যাওয়ার নিদান সুজনের

0
87

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: অনুব্রত মণ্ডলকে সিবিআই বহুবার তলব করেছে৷ তিনি একাধিকবার নানা কারণে হাজিরা দেননি৷ এই প্রসঙ্গে রামপুরহাটে সিবিআই-এর ক্যাম্পের সামনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘অনুব্রত সিবিআইকে সাত বার ডেকেছে সিবিআই৷ কিন্তু তিনি বার বার এড়িয়ে গিয়েছেন৷ দেড় কুইন্টাল বেল কাঠ পুড়িয়েছেন। তিন টিন ঘি পুড়িয়েছেন। উডবার্ন ওয়ার্ডে গিয়েও রক্ষাকবজ মেলেনি। তাই প্রয়োজনে অনুব্রত মণ্ডলকে ঘাড় ধরে নিয়ে যাক সিবিআই।’’

তিনি আরও বলেন, ‘‘মনে রাখবেন অনুব্রত মণ্ডলকে জেলের মধ্যেই থাকতেই হবে৷ রাজ্যের সরকার অপদার্থ। রাজ্যের পুলিশবাহিনীকে ভেড়ার পাল করে রেখেছে। তাদের উঠতে বললে ওঠে, বসতে বললে বসে।’’ প্রসঙ্গত, ফের ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার তলব করেছিল সিবিআই৷ সেই মতো তিনি ঠিক ১২ টার সময় সিজিও কমপ্লেক্সে হাজির হন৷ সূত্রের খবর, এদিন মূলত গৌরব সরকার হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই৷

- Advertisement -

বুধবার বিকেলে সিবিআই দফতর থেকে তাঁর কাছে নির্দেশ যায়৷ এরপর এদিন বিকেলে তিনি বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন৷ সেখান থেকে বেরনোর সময় তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে বলে দেন, ‘‘৩ তারিখ চিকিৎসককে দেখানো আছে তাই তিনি কলকাতা যাচ্ছেন৷’’

কেষ্টার এই বক্তব্যের পর শুরু হয়ে যায় জল্পনা৷ প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিনি বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাবেন না৷ আগের বারের মতো কী এবারও সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে যাবেন তিনি৷ এই সব প্রশ্নের উত্তর তিনি নিজে বৃহস্পতিবার বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্সে গিয়ে দিয়ে দেন৷

বুধবার রাতে তিনি বীরভূম থেকে চিনারপার্কের বাড়িতে আসেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর দুই আইনজীবী সিবিআই দফতরে আসেন৷ এরপর চিনারপার্কের বাড়ি থেকে অনুব্রত সোজা বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্স আসেন৷ চলছে তাঁকে জিজ্ঞাসাবাদ৷

প্রসঙ্গত, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় গত মে মাসের ২৩ তারিখ তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল৷ তখন তিনি অসুস্থতার কারণ হাজিরা দেননি৷ আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত৷ ওই আবেদনের ৯ দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই৷