KK-র মৃত্যু নিয়ে ‘শকুনের রাজনীতি’ করছে বঙ্গ বিজেপি, বিস্ফোরক শশী পাঁজা

0
275

কলকাতা: কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় বলিউড গায়ক কেকের। গায়কের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তুঙ্গে রাজনৈতিক তরজা। উঠে আসছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ডঃ শশী পাঁজা গায়ক কেকে-র মৃত্যু‌ নিয়ে রাজনীতি করার জন্য বিজেপির নিন্দা করেছেন।

আরও পড়ুনঃ ‘টাকা দেওয়া হয়েছে বলে নিংড়ে নেওয়া হয়েছিল KK কে’- বিস্ফোরক রূপাঞ্জনা মিত্র

- Advertisement -

এদিন শশী পাঁজা জানিয়েছেন, যখন সমগ্র বাংলা কেকে-র মৃত্যুতে শোকাহত, তখন বঙ্গ বিজেপির নেতারা “শকুনের রাজনীতি”তে লিপ্ত হয়েছেন। তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেকে-র পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ভক্তদের পাশে আন্তরিকভাবে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রীয় গান স্যালুট প্রদান করেছে এবং সারা বিশ্বে কেকে-এর শুভানুধ্যায়ীদের প্রতি তার সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।”

আরও পড়ুনঃ জামাইষষ্ঠীর আগেই মাথায় হাত, লক্ষ্মীবারে চড়চড়িয়ে বাড়ল সোনার দাম

মৃতদেহ নিয়ে রাজনীতিতে লিপ্ত হওয়ার জন্য বঙ্গ বিজেপির ইউনিটকে নিশানা করে তিনি বলেন, বাংলার মন্ত্রী দাবি করেছিলেন যে এটা দুর্ভাগ্যজনক যে বিজেপি নেতারা “মৃতদেহকে ঘিরে রাজনীতি” করছেন এবং এমনকি বিশিষ্ট গায়ক কেকে-এর উত্তরাধিকারকেও তারা রেহাই দিচ্ছেন না। তিনি আরও জানান, “ডাক্তাররা ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা দুর্ভাগ্যজনক যে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের সম্পর্কে কুৎসা করছেন এবং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে আক্রমণ করছেন। আমরা এই শকুনের রাজনীতির নিন্দা করি যা বিজেপি করে যাচ্ছে।”

পাশাপাশি তিনি জানান, এই প্রথম নয় যে বিজেপি নেতারা নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছেন। যখন অর্জুন চৌরাসিয়া, ২৬ বছর বয়সী একজন কর্মী, গত মাসে আত্মহত্যা করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে, অর্জুনের মৃত্যুকে “রাজনৈতিক হত্যা” বলে অভিহিত করেছিলেন। পরের দিন, যখন ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়ে আসে, তখন স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে অর্জুনের মৃত্যুতে “কোনোরকম আক্রমণ” ছিল না এবং তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন।