Exclusive: শাহিদ ইমামের এই প্রোডাকশন হাউজে বসেই টাকার লেনদেন হত

0
149

অভ্রদ্বীপ দাস, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে নাম জড়িয়েছে হুগলির আরামবাগের দাপুটে নেতা তথা হুগলি জেলা তৃণমূলের (TMC) প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমামের৷ শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার (Arrest) করে৷ শাহিদ ইমামের সঙ্গে রয়েছে টলিউড ও বলিউড যোগ। শিক্ষকতার পাশাপাশি সিনেমা ও মিউজিক ভিডিওতে অভিনয়, এমনকি নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে। সেই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল খাসখবরের কাছে।

লেক গার্ডেন্সে শাহিদ ইমামের প্রোডাকশন হাউজের হদিস মিলল। অভিনেতা তথা বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী অভিনীত ‘পাকা দেখা’ বলে একটি সিনেমাতে টাকা লাগানো হয়েছিল শাহিদের প্রযোজনা সংস্থা থেকে। এই প্রযোজনা সংস্থা এখন তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় এই অফিসে বসেই টাকা লেনদেন হত এবং বিভিন্ন সিনেমায় টাকা লাগানো হত। টলিউডে শুধু নয়, বলিউডেও শুভম ইমাম নামে আত্মপ্রকাশ করেন এই তৃণমূল নেতা৷

- Advertisement -

 

 আরও পড়ুন: আদালত অবমাননার অভিযোগে দোষী প্রমাণিত প্রেসিডেন্সি জেলের সুপার

শুভম নামে বেশ কয়েকটি মিউজিক ভিডিও-তে দেখা গিয়েছে তাঁকে৷ যেহেতু চাকরি প্রার্থীদের সঙ্গে টাকা লেনদেনে যুক্ত ছিলেন তিনি৷ টাকার বিনিময়ে বিক্রি করতেন চাকরি৷ তাই টলিউড ও বলিউডে তাঁর এই টাকা দেওয়া চুরির কিনা তা খতিয়ে দেখবে সিবিআই৷ আরামবাগের একটা সিনেমাহলে বিনা পয়সায় নিজের ছবি দেখান ইমাম। ২০২২ সালের সেপ্টেম্বরে ‘বিষাক্ত মানুষ’ নামে একটি ছবিও করেছেন। কলকাতা ও মুম্বইয়ে একাধিক বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট সহ ডান্সবার৷ প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে তার এত সম্পত্তি কীভাবে, খতিয়ে দেখছে সিবিআই৷