SFI DYFI Book Stall : আলোর উৎসবে অশিক্ষার অন্ধকার দূর করতে বুকস্টল বাম ছাত্র যুবদের

0
133

কলকাতা : দীপাবলি উপলক্ষে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বাম ছাত্র যুবদের পক্ষ থেকে বুকস্টল দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় একাধিক বুকস্টলের উদ্বোধন হয়েছে শহরে। বুকস্টলগুলি ৫ই নভেম্বর পর্যন্ত জনগণের জন্যে খোলা থাকবে। 

আরও পড়ুন : Amarinder Singh : কংগ্রেস থেকে অমরিন্দরের পদত্যাগপত্র গ্রহণ করলেন সোনিয়া

- Advertisement -

দুর্গাপুজোর সময় সিপিএমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বুকস্টল দেওয়া হয়, তবে গত কয়েক বছর ধরেই দীপাবলির সময় বুকস্টল করছে বাম ছাত্র যুবরা। দক্ষিণ কলকাতার যাদবপুর, টালিগঞ্জ, বাঘাযতীন, বেহালা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের চেতলা শহরের প্রায় সর্বত্রই বাম ছাত্র যুবদের পক্ষ থেকে তৈরি হয়েছে বুকস্টল। 

আরও পড়ুন : Kerala : সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্যে গ্রেফতার করা হল “No-Halal” হোটেল মালিকদের

এই বিষয়ে বাম নেতৃত্বের দাবি, তারা শুধুমাত্র এটাকে বই বিপণী হিসেবে দেখতে চান না, এখানে বহু মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারছেন বামপন্থীরা, এটাই তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি। বামেদের দাবি আলোর উৎসবে মানুষের মধ্যে অশিক্ষার অন্ধকার দূর করতেও এই পদক্ষেপ তাদের। চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বামেদেরকে নতুন করে উজ্জীবিত করেছে, এরফলে বামেরা আর কোনও উপলক্ষকেই জনসংযোগের মাধ্যম হিসেবে হাতছাড়া করতে রাজি নয় বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

আরও পড়ুন : Derek O’Brien: ‘বাংলার বাইরেও বিজেপি পরাজিত হতে পারে’ উপ নির্বাচনের ফল নিয়ে BJP-কে বড় বার্তা ডেরেকের

যাদবপুরের পল্লীশ্রী মোড়ের কাছে বুকস্টলটি বুধবার সন্ধ্যায় উদ্বোধন করেছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। বুকস্টল থেকে বামেরা ডাক দিচ্ছে “ অজ্ঞানতা আনছে আঘাত, অস্ত্র তোমার কই? অস্ত্র তোমার লেখাপড়া অস্ত্র তোমার বই”।