শুধু বাড়ি ফেরালে হবে না, ঘর ছাড়াদের সুরক্ষার ব্যবস্থাও সরকারকেই নিতে হবে

0
61

কলকাতা: ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে আদালতের নির্দেশে৷ কিন্ত ঘরছাড়াদের শুধু বাড়ি ফেরালে হবে না, তাঁদের সুরক্ষার ব্যবস্থাও সরকারকেই নিতে হবে৷ রবিবাসরীয় সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে এমনই দাবি সামনে এনেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷

দিলীপ বলেন, ‘‘অনেককেই আমরা ঘরে ফিরিয়ে এনেছিলাম৷ আবার মারধর করা হয়েছে৷ মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে৷ বাধ্য হয়েছেন প্রাণ বাঁচাতে আবার পালিয়ে যেতে৷ আমাদের প্রত্যেকটি পার্টি অফিসে ডজন ডজন কর্মীরা এখনও রয়েছেন৷ এক বছর পরেও অনেকে বাড়ি ছেড়ে অন্য রাজ্যে্ রয়েছেন৷ এই সরকার তাঁদের সুরক্ষা দিতে পারছে না৷ শুধু বিজেপি কর্মী নয়, সাধারণ মানুষ, মহিলা, বাচ্চারাও কেউ সুরক্ষিত নয়৷ তারা সবাই আক্রমণের শিকার হচ্ছে।’’ এরপরই দিলীপের সংযোজন, ‘‘হাইকোর্টের আদেশে, সিবিআই কমিটি বানিয়ে কথাবার্তা বলে ঘরছাড়াদের বাড়ি ফেরাচ্ছে৷ কিন্তু শুধু বাড়ি ফিরিয়ে দিলে হবে না, তাদের সুরক্ষারও ব্যবস্থা করতে হবে সরকারকেই৷’’

- Advertisement -

আরও পড়ুন-ফের ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস

এই প্রসঙ্গেই টেনে এনেছেন বহড়া বোমা বিস্ফোরণে প্রসঙ্গ৷ প্রশ্ন তুলেছেন, ‘‘রোজ কোথাও-না-কোথাও গুলি চলছে বা বোমা বিস্ফোরণ হচ্ছে৷ কোথায় আছি আমরা? কেন এরকম হচ্ছে? পুলিশ কেন হাত গুটিয়ে বসে আছে?’’ জবাবও দিয়েছেন দিলীপ নিজেই, ‘‘অপরাধীরা এখন পার্টির নেতা হয়ে গিয়েছেন৷ পুলিশের হিম্মত নেই তাদের গায়ে হাত দেওয়ার৷ পুলিশ একটা এফআইআর পর্যন্ত নিতে পারে না৷ সেটাই আমরা দেখলাম বগটুই কাণ্ডে পার্টির নেতাই সেখানে সবথেকে বড় অপরাধী৷ মুখ্যমন্ত্রীকে তার নাম সবার সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে! কি করে আমরা আশা করতে পারি পুলিশ কিছু করবে!’’ ভবিষ্যৎবাণী করেছেন, ‘‘এগুলো বন্ধ হবে না, এমন চললে বাড়তেই থাকবে।’’

বস্তুত, বগটুই কান্ডের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত বেআইনি অস্ত্র-শস্ত্র উদ্ধার করতে হবে৷ সেই প্রসঙ্গে টেনে কটাক্ষের সুরে দিলীপ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলার পর লোক দেখানোর জন্য কিছু অস্ত্র-বোমা সামনে নিয়ে আসা হল৷ আসল অস্ত্র কোথায় আছে, কার কাছে আছে সব জানে পুলিশ৷ ওগুলো ভোটের সময় ক্যাডার আর পুলিশ ব্যবহার করবে বলে তুলে রেখেছে৷ আসলে অপরাধীরাই এখন এই পার্টি চালাচ্ছে, সরকার চালাচ্ছে, বাংলা চালাচ্ছে।’’