“মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ক্ষমা চাইতে হবে”, অখিল গিরির মন্তব্যে চাপ বাড়ছে তৃণমূলের

0
63
Akhil Giri

কলকাতা: রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিল গিরির করা মন্তব্য নিয়ে চাপে পড়েছে তৃণমূল। সেই রেশই পড়ল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। অখিল গিরির বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের হয়েছে এবার রাষ্ট্রপতিকে নিয়ে বাংলার মন্ত্রীর মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানাল বিজেপি।

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় তৃণমূল কংগ্রেস নেতা অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যিনি সাম্প্রতিক একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন৷ লকেট ভারতীয় দণ্ডবিধি (IPC) এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (SC/ST) আইনের ধারার অধীনে অখিল গিরির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার এবং এফআইআর করার অনুরোধ করেছেন। বিজেপি সাংসদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অখিল গিরিকে বরখাস্ত করা এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। এফআইআর দায়ের করার পরে সংবাদ মাধ্যমের সামনে লকেট বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতি দেওয়া উচিত। অখিল গিরি তাঁর সরকারের একজন মন্ত্রী, তার অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত। তাঁর দিল্লিতে এসে ক্ষমা চাওয়া উচিত। তাঁরা এসসি সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। জনসাধারণের মধ্যে এসটি সম্প্রদায় কিন্তু এটি তাদের মন্ত্রীদের আসল অনুভূতি।”

- Advertisement -

আরও পড়ুন:  অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের, বিতর্ক তুঙ্গে

প্রসঙ্গত, শহিদ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নন্দীগ্রামে অশান্তির ঘটনার পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা বলার সময়ে মুখ ফস্কে শুক্রবার দের রাষ্ট্রপতি রূপ সম্পর্কে মন্তব্য করে বসেন। শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, “তিনি (শুভেন্দু অধিকারী) বলেছেন আমি দেখতে সুন্দর নই। আপনি কত সুন্দর! আমরা কাউকে তাদের চেহারা দিয়ে বিচার করি না, আমরা ভারতের রাষ্ট্রপতির অফিসকে সম্মান করি। কিন্তু আমাদের রাষ্ট্রপতি দেখতে কেমন?” এই পর থেকেই ওঠে বিতর্কের ঝড়। বিজেপির তপশিলি উপজাতি মোর্চা অখিল গিরির পদত্যাগের দাবি নিয়ে প্রতিবাদ জানাতে পথে নামে। যদিও শনিবার সকালে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে চেয়েছিলেন ক্ষমা৷ বলেছিলেন, ‘ক্রোধের বশেঃ বলে ফেলেছিলাম৷ আমার মন্তব্যের জন্য রাষ্ট্রপতি যদি অসম্মানিত বোধ করে থাকেন তাহলে আমি অনুতপ্ত৷’ তা সত্বেও ঘটনার রেশ কিছুতেই কাটছে না।