বামফ্রন্টের আন্দোলন মজবুত হোক, আর্থিক সাহায্য করে বললেন তৃণমূল নেত্রী

‘‘সিপিএমের (CPIM) প্রাক্তন সাংসদ দলের কৃষক সংগঠনের তহবিলে আর্থিক সাহা্য্য চেয়ে বাড়িতে এসেছিলেন৷ খালি হাতে তো ফিরিয়ে দিতে পারি না! তাই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি৷ আমি চাই, বামফ্রন্টের আন্দোলন মজবুত হোক!’’

0
129
CPIM

কলকাতা: বাংলার বর্তমান রাজনৈতিক উঠোনে চারিদিকে কু-কথার ছড়াছড়ি৷ এমন সময়ে বিরল দৃষ্টান্ত বললেও কম বলা হয়৷ তৃণমূল (TMC) নেত্রীর বাড়িতে দলবল নিয়ে হাজির হলেন সিপিএমের (CPIM) শীর্ষ নেতা৷ বিনয়ের সঙ্গে জানালেন, দলের আন্দোলনের স্বার্থে আর্থিক সাহায্য জরুরি৷ প্রবীণ বাম নেতার আবেদনে সাড়া দিয়ে সাধ্যমত আর্থিক সাহায্যও করলেন তৃণমূল নেত্রী৷ জুম্মাবারের দুপুরে এমনই বিরল রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল জলপাইগুড়ি৷

প্রথম জন অনিতা রাউত৷ জলপাইগুড়ি জেলার পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান৷ তৃণমূলের দাপুটে নেত্রীও৷ দ্বিতীয় জন জিতেন দাস৷ সিপিএমের প্রাক্তন সাংসদ৷ জেলায় দলের কৃষকসংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু হয়েছে৷ উদ্দেশ্য প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছানো৷ যথাসাধ্য সাহা়য্য জোগাড় করা৷ সেই কাজেই এদিন জিতেন দাসের নেতৃত্ব সিপিএমের নেতা, কর্মীরা পৌঁছেছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করতে করতে তাঁরা পৌঁছে যান তৃণমূলের প্রধান অনিতা রাউতের বাড়িতে৷

- Advertisement -

অনিতাদেবীকে রসিদ কেটে দেন সিপিএম নেতা৷ তিনিও সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ পরস্পরের এই রাজনৈতিক সৌজন্যের প্রশংসা করছেন এলাকার সাধারণ মানুষও৷ তাঁরা বলছেন, ‘সত্যি এমন রাজনৈতিক আবহই প্রয়োজন৷ কিন্তু বর্তমানে চারিদিকে যা হচ্ছে সেটা কখনওই কাম্য নয়৷’’

সিপিএমের প্রাক্তন সাংসদ জিতেনবাবু বলছেন, ‘‘জানি উনি তৃণমূলের (TMC) প্রধান৷ তবে মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়ার ক্ষেত্রে আমরা আলাদা করে কোনও দল দেখছি না৷ সকলের কাছে যাচ্ছি৷ মানুষও যথাসাধ্য সাহায্য করছেন৷ এটা দেখে সত্যি খুব ভাল লাগছে৷’’ আর তৃণমূল নেত্রী অনিতা রাউত বলছেন, ‘‘সিপিএমের (CPIM) প্রাক্তন সাংসদ দলের কৃষক সংগঠনের তহবিলে আর্থিক সাহা্য্য চেয়ে বাড়িতে এসেছিলেন৷ খালি হাতে তো ফিরিয়ে দিতে পারি না! তাই যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি৷ আমি চাই, বামফ্রন্টের আন্দোলন মজবুত হোক!’’

 আরও পড়ুন: ঘুচতে চলেছে বেকারত্ব, বিচারপতির নির্দেশে স্বপ্ন পূরণের পথে চাকরিপ্রার্থীরা