লতা মঙ্গেশকর, শচীন তেন্ডুলকরের সঙ্গে মমতার তুলনা, বিস্ফোরক দাবি পরিচালক রাজ চক্রবর্তীর

0
50
raj chakraborty

বনগাঁ: মা সারদা, রানি রাসমণির সঙ্গে আগেই তার তুলনা টানা আনা হয়েছিল। এবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের দুই কিংবদন্তীর তুলনা টানলেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)৷ বনগাঁয় দলের বিজয় সম্মেলনীতে যোগ দিয়ে এমনই বিস্ফোরক দাবি সামনে এনেছেন রাজ৷
রাজের কথায়, ‘‘মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মানুষের কথা ভাবেন৷ যখন কাজ করেন তখন এটা ভাবেন না যে সামনের মানুষটা কোন দলের৷ উনি দেখেন না, সেই মানুষটা সিপিএম, বিজেপি না কংগ্রেসের৷ উনি মানুষকে ভালবাসেন৷ তাই দলমত নির্বিশেষে সকলের ভালর জন্য কাজ করেন৷ ’’ সেই ভালবাসার ‘প্রকৃতি’ কেমন, তার বর্ণনা দিতে গিয়েই রাজ (Raj Chakraborty) বলেন, ‘‘লতা মঙ্গেশকর, শচীন তেন্ডুলকরদের ভগবান পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁকে পাঠানো হয়েছে দেশবাসীর সেবা করার জন্য। উনি সেটাই করেন৷ তাই এত মানুষ মাথা নীচু করে ওনাকে সম্মান করেন৷’’

নাম না করে আক্রমণ শানিয়েছেন বিরোধীদের উদ্দেশে, ‘‘যে মানুষটা দিন, রাত এক করে মানুষের সেবা করার জন্য কাজ করছেন, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে৷ তবু পারছে না, কারণ আপনারা ওই মানুষটার সঙ্গে রয়েছেন৷’’ একই সঙ্গে রাজের আহ্বান, ‘‘চারিদিকে নানা ষড়যন্ত্র৷ সে সবে কান দেবেন না৷ এভাবেই দিদির পাশে থাকতে হবে যেমনভাবে এতদিন রয়েছেন৷’’ বস্তুত বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন৷ রাজ্যজুড়ে ত্রিস্তর নির্বাচনেও শাসকের জয়জয়কার নিশ্চিত করার বিষয়েও কর্মীদের আহ্বান জানান বিধায়ক-পরিচালক৷

- Advertisement -

আরও পড়ুন: চোর থেকে ঝড়, সব সামলাতে গিয়ে নাস্তানাবুদ উর্দিধারীরা

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor