রাজ্যপালের নিন্দা করে নেটিজেনদের তোপের মুখে কুণাল, উঠে এল সারদা প্রসঙ্গ

0
77
kunal ghosh
ফাইল ছবি

কলকাতা: দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ একই সঙ্গে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷ পাল্টা হিসেবে রাজ্যপালকে নিশানা করে আক্রমণের পথেই হাঁটল শাসক তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন৷ যার জেরে নেটিজেনদের তোপের মুখে কুণাল ঘোষ৷ সোশ্যাল সাইটে নেটিজেনদের একাংশ এই ইস্যুতে কুণালের সারদা প্রসঙ্গ টেনে এনেছেন৷

ঘটনার সূত্রপাত, রাজভবনের তরফে বিবৃতিতে কার্যত রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘রাজ্যপাল হিসাবে আমার দায়িত্ব এটা নিশ্চিত করা যে বাংলা যেন একটা ‘দুর্বল রাজ্য’ হয়ে না যায়। কড়া হাতে আইনের শাসন বজায় রাখতেই হবে। গণতন্ত্রকে নৈরাজ্যের স্তরে নামতে দেওয়া যাবে না। আইনের শাসন বজায় রাখতে এবং দুষ্কৃতী দমনে রাজ্য সরকারকে দ্রুত এবং নজির তৈরির মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে৷’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, যাঁদের হাতে দায়িত্ব রয়েছে তাঁদের সংবিধানের গুরুত্ব তুলে ধরতে হবে। বাংলা চায়, প্রত্যেক পুলিশ বা প্রশাসনিক কর্তা, তাঁরা যে দায়িত্বেই থাকুন তাঁরা কোনও রকম ভয় না পেয়ে এবং পক্ষপাতিত্ব না করে যেন তাঁদের দায়িত্ব পালন করুন।

- Advertisement -

এরই পাল্টা হিসেবে কুণালের কটাক্ষ, ‘চাকরি বাঁচানোর বিবৃতি’! নিজের কটাক্ষের স্বপক্ষে কুণালের দাবি, ‘‘রাজ্যপাল রাষ্ট্রপতির দূত হিসাবে আচরণ করলে সৌজন্য দেখানো হবে। যে দিন বিজেপির দূত হয়ে যাবেন, সেই দিন থেকে তেমনই জবাব পাবেন।’’ রাজ্যপালের গোপন তদন্তের ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল৷ যার জবাবে সোশ্যাল সাইটে নেটিজেনদের একাংশ কড়া ভাষায় আক্রমণ করেছেন কুণালকে৷ সারদা মামলার প্রসঙ্গ টেনে তাঁদের একাংশ মনে করিয়ে দিতে চেয়েছেন, সেদিন এই তৃণমূল নেত্রী সম্পর্কেও অনেক কটু কথা বলেছিলেন কুণাল ঘোষ৷ রাজ্যপাল ইস্যুতে নেটিজেনদের কটাক্ষ, সত্যি কথা বললেই বন্ধু বিগড়ে যায়৷ কুণাল ঘোষের তরফে অবশ্য পাল্টা বিবৃতি এখনও সামনে আসেনি৷

আরও পড়ুন: কেমন আছেন মুকুল, খোঁজ নিলেন মমতা