শুভেন্দুকে জব্দ করতে গুরু দায়িত্বে কুণাল, চললেন পূর্ব মেদিনীপুর

0
200
Kunal Ghosh

কলকাতা: যেমন বুনো ওল, তেমনই বাঘা তেঁতুল! দলের অন্দরেও এক সময় তাঁদের দু’জনের সম্পর্কের রসায়ণের ব্যাখ্যা দিতে গিয়ে এমন প্রবাদ আউড়াতেন একাংশ নেতৃত্ব৷ দল বদলে সেই শুভেন্দু (Suvendu Adhikari) এখন বিরোধী দলনেতা৷ এবার শুভেন্দুর খাসতালুক হিসেবে পরিচিত সেই পূর্ব মেদিনীপুর থেকে ‘পদ্ম-সাফ’ করার গুরু দায়িত্ব বর্তাল প্রাক্তন সাংবাদিক কুণাল ঘোষের ওপরে৷ বর্তমানে দলের রাজ্য মুখপাত্র কুণাল মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পরই নিজের ডেস্টিনি পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷

দলের গুরুদায়িত্বের সত্যতা স্বীকার করে নিলেও শুভেন্দুকে ‘বড় নেতা’ হিসেবে মানতে নারাজ কুণাল৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘কে শুভেন্দু? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওর কি অস্তিত্ত্ব থাকত!’’ দাবি করেছেন, ‘‘শুভেন্দুর মতো বেইমানরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন৷ ভুল বোঝানোর চেষ্টা করছেন৷ বাহুবলকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে রুখে দিতে আমাকে যে নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব৷’’

- Advertisement -

দলীয় সূত্রের খবর, এখন থেকে সপ্তাহে দু-তিন দিন পূর্ব মেদিনীপুরেই থাকবেন কুণাল। হলদিয়া সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে সংগঠনকে আরও শক্তিশালী করার গুরু দায়িত্ব বর্তেছে তাঁর কাঁধে৷ তাই তাঁর থাকার জন্য হলদিয়ায় একটি বাড়িও দলের তরফে ভাড়া নেওয়া হচ্ছে৷ আজ সেখানে গৃহ প্রবেশও হবে বলে সূত্রের খবর৷ যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল৷ উদ্দেশ্য একটাই, শুভেন্দুর স্নায়ুর চাপ আরও বাড়ানো৷ যদিও পাল্টা মতও উঠে আসছে৷

আরেকটি অংশের মতে, একুশের ভোটে নন্দীগ্রামের পরাজয়ের গ্লানি এখনও বেশ টাটকা৷ তারই পুনরাবৃত্তি পঞ্চায়েত ভোটে হোক, সেটা কোনও অবস্থাতেই চান না নেত্রী৷ তাই সময় থাকতেই শুভেন্দুকে (Suvendu Adhikari) ‘জব্দ’ করতে কুণালের মতো অভিজ্ঞ রাজনীতিক-সাংবাদিকের ঘাড়েই সঁপেছেন গুরুদায়িত্ব৷ যদিও কুণাল আদৌ শুভেন্দুকে শায়েস্তা করতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে হলদি নদীর তীরে!

আরও পড়ুন: জেল থেকে পালাল বন্দি, ঘুম উড়ল কর্তাদের

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor