KMC Election : দুই তরুণীর লড়াইয়ে আকর্ষণের কেন্দ্রে ৪৯ নং ওয়ার্ড 

0
171

কলকাতা : কলকাতা পুরভোটের লড়াইয়ে এবার অন্যতম আকর্ষণের কেন্দ্রে রয়েছে ৪৯ নং ওয়ার্ড। বাংলার ব্যস্ততম স্টেশন শিয়ালদহ সংলগ্ন এই ওয়ার্ডে লড়াই চতুর্মুখী হলেও মূলত দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন : KMC Election : ১১০ নং ওয়ার্ডে তৃণমূলের ভরসা ভাসমান বাজার, আর বামেরা বলছে ওটা ডেঙ্গুর মশার আঁতুড়ঘর

- Advertisement -

৪৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোনালিসা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম প্রার্থী উপনীতা পাণ্ডের মধ্যেই যুযুধান লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ৪৯ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে একসময় কংগ্রেসের দখলে ছিল এবং তারপরে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর মতে, তিনি জয়ী হলে আগের পুর প্রতিনিধির বকেয়া উন্নয়নমূলক কাজে জোর দেবেন।

আরও পড়ুন : KMC Election : নবীন বনাম প্রবীণের লড়াই জমে উঠেছে ৯৫ নং ওয়ার্ডে

সিপিএম প্রার্থী উপনীতা পাণ্ডের দাবি, এলাকার কর্পোরেশন স্কুল গুলো ফের চালু করতে হবে এবং এলাকার মধ্যেই রয়েছে একাধিক বড় বড় বাজার, যেখানে প্রতিদিন প্রচুর আবর্জনা সৃষ্টি হয়, কিন্তু তা বহুক্ষণ রাস্তায় পড়ে থাকে, এটা যাতে না হয় সেই দিকে নজর দিতে হবে। এছাড়াও তিনি প্রতিদিন যারা শিয়ালদহ অঞ্চলে আসেন বাইরে থেকে তাদের জন্য আশ্রয় স্থান করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

আরও পড়ুন : UP Election: আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে কাদের হয়ে লড়বে ভারতীয় কিষাণ ইউনিয়ন স্পষ্ট করে দিলেন রাকেশ টিকায়েত

কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে ৪৯ নং ওয়ার্ডে। শেষ পর্যন্ত চতুর্মুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে এখন সেদিকেই কৌতূহল রাজনৈতিক মহলের।