KMC Election : নবীন বনাম প্রবীণের লড়াই জমে উঠেছে ৯৫ নং ওয়ার্ডে

0
68

কলকাতা : কলকাতা পুরসভা নির্বাচনে বিজয়গড়, সমাজগড়, বিক্রমগড় অঞ্চলে কান পাতলে এখন একটাই কথা শোনা যাচ্ছে যে এবার এখানে নবীন বনাম প্রবীণের লড়াই। এখানে প্রবীণ হিসেবে যাকে বোঝাচ্ছে জনতা তিনি দীর্ঘদিনের কাউন্সিলর তথা ১০ নং বরোর চেয়ারম্যান এবং এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দাশগুপ্ত। 

আরও পড়ুন : UP Election: আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে কাদের হয়ে লড়বে ভারতীয় কিষাণ ইউনিয়ন স্পষ্ট করে দিলেন রাকেশ টিকায়েত

- Advertisement -

আর উল্টোদিকে নবীন হিসেবে যাকে বোঝাচ্ছে জনতা, তিনি হলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেত্রী তথা এবারের পুরসভা নির্বাচনে ৯৫ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অন্বেষা ভৌমিক। এছাড়াও এই ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি ও কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এলাকার উন্নয়ন মূলক কাজকে আরও ত্বরান্বিত করা হবে। 

আরও পড়ুন : Akhilesh Yadav : “বিজেপি কাজ না করে শুধু কৃতিত্ব নিতে চায়” দাবি অখিলেশের 

তবে বামেদের পক্ষ থেকে এই ওয়ার্ডের ক্ষেত্রে বলা হয়েছে, তারা জয়ী হলে পুর পরিষেবার মানোন্নয়ন করা হবে এবং ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী সবজি বাজার গড়ে তোলা হবে। সকাল থেকে বিকেল প্রচারে কোনও খামতি রাখছেন না ডান-বাম সব প্রার্থীই। তবে নবীন বনাম প্রবীণের লড়াইয়ে জিতবে কি তারুণ্য নাকি অভিজ্ঞতা, উত্তর মিলবে ২১ ডিসেম্বর।