পানাপুকুরে ডুবে মরা উচিত অনুব্রতর: জয়

0
160

উলুবেড়িয়া: ফের তৃণমূলে দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির উদ্দেশ্যে কটাক্ষ করেছেন তাঁরই দলের কর্মীদের বক্তব্যকে হাতিয়ার করে। অনুব্রত মণ্ডলের পানাপুকুরে ডুবে মরা উচিত বলে দাবি করেছেন বিজেপি নেতা জয়।

আরও প্টুন- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ পড়ুয়ার মুখে অ্যাসিড ছুড়ে মারল যুবক

- Advertisement -

শুক্রবার হাওড়া জেলার বাগনানের বাঘবেড়িয়া এলাকায় হাজির ছিলেন ছিলেন। সেখানে বিজেপির পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতড়ন করা হয়। পাশাপাশি বৃক্ষরোপন উৎসব করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই অত্যন্ত কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির এই জাতীয় নেতা।

এদিন হাওড়ায় দাঁড়িয়ে জয় বলেন, “তৃণমূলের হাতে মার খেতে খেতে আমাদের চামড়া শক্ত হয়ে গিয়েছে। তাই আর আমরা মারের ভয় পায় না। আর লাল চোখেরও ভয় পায় না।” এরপরেই তিনি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে চলে যান। জয় বলেন, “অনুব্রত মণ্ডলে্র সভায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা বলছেন যে তৃণমূলের জমানায় রাস্তা হয়নি, এর থেকে সিপিএম ভালো ছিল। অনুব্রত মণ্ডলের পানাপুকুরে ডুবে মরা উচিত।”

আরও পড়ুন- ফোনের ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারির অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে

রাজনৈতিক জীবনের শুরুতে ২০১৪ সালে অনুব্রত মণ্ডলের সঙ্গে প্রত্যক্ষ লড়াই করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই চলছে এই পারস্পরিক আক্রমণ। কিছুদিন আগে তৃণমূলের এক বুথ সভাপতি সরাসরি তৃণমূলের জমানার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে বুথ সভাপতির পদ সরিয়ে দেওয়ার নির্দেশ দেন অনুব্রতবাবু। যা নিয়েই বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে বিজেপির যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন জয়।

আরও পড়ুন- মোদীর জন্মদিন উপলক্ষ্যে ঘরবন্দি শিশুদের উপহার দিলেন বিজেপি সম্পাদক