কাজ করতে গেলে ভুল হয়, তাই সুযোগ দেওয়া উচিত: Mamata Banerjee

0
82
Bogtui

ঝাড়গ্রাম: শিক্ষাঙ্গনে নিয়োগ কেলেঙ্কারিকে ঘিরে সরগরম বাংলা৷ সিবিআইয়ের হাজিরার মুখে দলের জোড়া মন্ত্রী৷ এসএসসি ভবনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী৷ এহেন আবহে সরাসরি এসএসসির নাম নিলেন না৷ তবে নাম না করে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে অপ ব্যবহারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঝাড়গ্রামের সভা থেকে তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘‘কয়েকটি কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিজেপি আজ দেশে তুঘলকি রাজত্ব চালাচ্ছে৷ প্রত্যেকের সমস্ত নাগরিক অধিকার, স্বাধীনতার অধিকার খর্ব করে দেওয়া হচ্ছে। দেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিজেপি দখল করেছে।’’

এই সূত্রেই এদিন তৃণমূল নেত্রী টেনে আনেন ৩৪ বছরের বাম অপশাসনের প্রসঙ্গ৷ দাবি করেছেন, ‘‘‘আগে একটা চিরকুট দিয়ে চাকরি হত। বদলি হত। সিপিএমের ৩৪ বছরে আমি অনেক খোঁজ নিয়েছি।’’ হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘আস্তে আস্তে ‘চ্যাপ্টার ওপেন’ করব। এত দিন ভদ্রতা করে এসেছি।’’ এরপরই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়, ‘‘কাজ করতে গেলে ভুল হয়। তাই সুযোগ দেওয়া উচিত।’’ খানিক থেমে যোগ করেছেন, ‘‘যদি বিজেপি ভাবে গায়ের জোরে, জুলুম করে তৃণমূলকে স্তব্ধ করে দেবে ভুল করছে৷ আমাদের দল চলে মানুষকে নিয়ে৷ তৃণমূলে মানুষই শেষ কথা৷’’

- Advertisement -

অভিযোগ করেছেন, ‘‘বিধানসভায় গো হারান হেরেও লজ্জা হয়নি৷ ২০২৪-এ লোকসভা নির্বাচন রয়েছে। তাই এখন থেকে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপি আজ দেশে তুঘলকি রাজত্ব চালাচ্ছে৷’’ নাম না করে এসসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে, ‘‘এত বড় রাজ্য। দু’টো-একটা ঘটনা ঘটবেই।’’ বিজেপির উদ্দেশ্যে বলেছেন, ‘‘অন্যের দিকে না তাকিয়ে তোমাদের রাজ্যগুলো দেখো আগে।’’ স্বভাবতই, মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চ্চা শুরু হয়েছে৷ বিরোধীদের অভি়যোগ, পরোক্ষে দুর্নীতিতে প্রশ্রয়ই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা হিসেবে শাসকের দাবি, প্রতিহিংসা থেকেই যে বিজেপি এগুলো করছে সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট৷

আরও পড়ুন: এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মামলা থেকে সরে দাঁড়ালেন দুই বিচারপতি