মমতার পুলিশ আদতে কি বিজেপির লোক, প্রশ্ন কংগ্রেসের

0
126

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বাঁকুড়ার সিমলাপাল থানায় অভিযোগ দায়ের করলো যুব কংগ্রেস। সোমবার বাঁকুড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৌমেন পালের নেতৃত্বে সংগঠনের নেতা, কর্মীরা সিমলাপাল থানায় শাহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।- খবর এটা নয়৷

আরও পড়ুন: Recruitment Scam: অভিষেককে যুক্ত করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

- Advertisement -

আরও পড়ুন: নাশকতার ছক, আটক দুই হোমগার্ড- চাঞ্চল্য পুলিশের অন্দরেই

থানায় সশরীরে পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি কোনও ‘রিসিভ’ কপি৷ এমনটাই দাবি আন্দোলনকারী কংগ্রেস নেতৃত্বর৷ স্বভাবতই, তাঁদের মনে উঁকি দিচ্ছে সেটিংয়ের তত্ত্ব৷ সন্দেহের সুরে তাঁরা বলছেন, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিজেপির লোক!- খবর এটাই৷

আরও পড়ুন: মুখের ভাত কেড়েছে সরকার, শূন্য হাঁড়ি, প্লেটে নুন: পরিবারকে সঙ্গে নিয়ে আজ রাজপথে শিক্ষকেরা

আরও পড়ুন: ‘আগে শুধু প্রার্থী তালিকা ঘোষনা হোক, খুনোখুনি শুরু হয়ে যাবে’ ভবিষ্যৎবাণী দিলীপের

ঘটনার সূত্রপাত, সম্প্রতি কর্নাটকের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ এমন অভিযোগকে সামনে রেখে প্রদেশ যুব কংগ্রেসের সিদ্ধান্ত মেনে সারা রাজ্যের অন্যান্য থানার মতো বাঁকুড়ার সিমলাপাল থানাতেও গিয়েছিলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা৷ সেখানেই পুলিশের বিরুদ্ধে রিসিভ কপি না দেওয়ার অভিযোগ উঠেছে৷ বাঁকুড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৌমেন পাল বলেন, সিমলাপাল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে কোন ‘রিসিভ’ কপি দেওয়া হয়নি। যার অর্থ বিজেপি-তৃণমূলের সেটিংয়ের বিষয়টি আরও একবার স্পষ্ট হল৷ পুলিশের তরফ থেকে অবশ্য এহেন অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

আরও পড়ুন: আবারও ঘূর্ণিঝড়, সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনবাসী