কংগ্রেস ক্ষমতায় এলে ঠিক কি হবে, ভোটমুখী কর্ণাটকবাসীকে সতর্ক করে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
29

বেঙ্গালুরু: আর মাত্র কয়েকটা দিন বাকি, তার পরেই রয়েছে কর্ণাটকে হাই ভোল্টেজ নির্বাচন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন বিজেপি এবং বিরোধীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই কর্ণাটকে পুনরায় ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া বাহিনী। অন্যদিকে কংগ্রেসও চাইছে তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে। জমে উঠেছে লড়াই। চলছে জোর কদমে প্রচার। নির্বাচনী প্রচারে গিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কংগ্রেস যদি কর্ণাটকে ক্ষমতায় আসে তাহলে ঠিক কি হতে পারে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে বংশবাদী রাজনীতি সর্বকালের শীর্ষে থাকবে এবং  রাজ্য ‘দাঙ্গায় আক্রান্ত’ হবে। নির্বাচনী প্রচাররে সময় শাহ কংগ্রেসকে নিশানা করে বলেছেন,  কংগ্রেস সরকার গঠন করলে রাজ্যের উন্নয়ন “বিপরীত গিয়ারে” চলবে। শাহ  একটি জনসভায়  বলেছেন, শুধুমাত্র বিজেপিই রাজ্যকে ‘নতুন কর্ণাটকের’ দিকে নিয়ে যেতে পারে। তিনি আরও বলেছেন, “কংগ্রেস যদি ভুল করে ক্ষমতায় আসে তবে দুর্নীতি সর্বকালের উচ্চ হবে এবং সেখানে ‘তুষ্টি’র রাজনীতি হবে।”

- Advertisement -

আরও পড়ুন: শুভেন্দুর গড়ে অভিষেকের জনসংযোগের আগে তৃণমূলে ভাঙন, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

উল্লেখ্য, কর্ণাটকে “রাজনৈতিক স্থিতিশীলতার” জন্য জনগণের  রায়ের জন্য আগামী ১০ মে ভোট হবে।  ভোটে জিততেই ময়দানে নেমেছেন বিজেপি সমস্ত শীর্ষ কর্তারা। এমনকি বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একাধিক প্রকল্পের উদ্বোধনও করেছেন। অন্যদিকে কংগ্রেসও মাটি আঁকড়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে দক্ষিণের রাজ্যে হতে চলেছে হাড্ডাহড্ডি লড়াই। বিজেপি দাবি করেছে উত্তর-পূর্বের মতই বিজেপি দক্ষিণের রাজ্যেও নিজেদের প্রভাব বিস্তার করবে।